৩৫ বছর পর ইরাকে নামল প্রথম ইউরোপীয় বিমান

দীর্ঘ তিন দশকেরও বেশি সময় পর ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম কোনো ইউরোপীয় বিমান অবতরণ করেছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গ্রিসের এজিয়ান এয়ারলাইন্স পরিচালিত একটি ফ্লাইট বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ইরাকের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, গত ৩৫ বছরে এটিই দেশটিতে অবতরণ করা প্রথম ইউরোপীয় বাণিজ্যিক বিমান। ৎ
বিজ্ঞাপন
এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, এজিয়ান এয়ারলাইন্সের এই ফ্লাইট ‘ইউরোপীয় বিমান চলাচলের মানচিত্রে ইরাকের প্রত্যাবর্তনের প্রতীক’ এবং দেশের বিমান খাত পুনরুজ্জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা।
নিরাপত্তাজনিত কারণে ১৯৯০-এর দশকের শুরু থেকেই ইউরোপীয় এয়ারলাইন্সগুলো বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেয়। ওই সময় ইরাকের তৎকালীন শাসক সাদ্দাম হোসেন প্রতিবেশী কুয়েত আক্রমণ করলে অঞ্চলজুড়ে অস্থিরতা দেখা দেয়।
২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বাহিনীর আগ্রাসনে সাদ্দাম হোসেন ক্ষমতাচ্যুত হওয়ার পর ইরাক দীর্ঘদিন গৃহযুদ্ধ, সাম্প্রদায়িক সহিংসতা ও সশস্ত্র জিহাদি গোষ্ঠীর তৎপরতায় বিপর্যস্ত ছিল।
বিজ্ঞাপন
তবে কয়েক দশকের অস্থিতিশীলতার পর দেশটি ধীরে ধীরে স্থিতিশীলতার পথে ফিরতে শুরু করেছে। একই সঙ্গে অর্থনীতি চাঙা করতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের চেষ্টা চালাচ্ছে ইরাকি সরকার।
পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বাগদাদ–এথেন্স–বাগদাদ রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালিত হবে। যাত্রী চাহিদা বাড়লে ভবিষ্যতে ফ্লাইট সংখ্যা আরও বাড়ানোর সম্ভাবনাও রয়েছে।
বিজ্ঞাপন
এর আগে চলতি বছরের শুরুতে এজিয়ান এয়ারলাইন্স ইরাকের উত্তরাঞ্চলের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে ফ্লাইট চালু করে। সহিংসতায় জর্জরিত ইরাকের তুলনায় অঞ্চলটি তুলনামূলকভাবে স্থিতিশীল হিসেবে পরিচিত।
সূত্র: এএফপি








