Logo

গাজায় এক ভবনের ধ্বংসস্তূপ থেকেই উদ্ধার ৪৫ মরদেহ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ ডিসেম্বর, ২০২৫, ১৫:০২
4Shares
গাজায় এক ভবনের ধ্বংসস্তূপ থেকেই উদ্ধার ৪৫ মরদেহ
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি মাত্র ভবনের ধ্বংসস্তূপ থেকে ৪৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) এসব মরদেহের দেহাবশেষ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

দুই বছরেরও বেশি সময় ধরে গাজায় ব্যাপক সামরিক অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। নির্বিচারে বিমান হামলা ও গোলাবর্ষণে উপত্যকার অসংখ্য ভবন ধসে পড়ে। সম্প্রতি বিভিন্ন এলাকা থেকে ইসরায়েলি সেনারা সরে যাওয়ার পর ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধারে অভিযান শুরু করেছে গাজা কর্তৃপক্ষ।

গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল মঙ্গলবার সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেন, “আমাদের কাছে বড় এক্সকাভেটর বা ভারী উদ্ধারযন্ত্র না থাকায় উদ্ধার কার্যক্রম অত্যন্ত ধীরগতির। এই পরিস্থিতি অব্যাহত থাকলে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মরদেহ উদ্ধার করতে তিন বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে।”

বিজ্ঞাপন

যে ভবনটি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে, সেখানে নিহতদের এক স্বজন আবু মুহাম্মদ সালেম জানান, ইসরায়েলি বোমাবর্ষণে তাদের বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। হামলার সময় বাড়ির ভেতরে থাকা সবাই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারান।

তিনি বলেন, “আমার আশা, ধ্বংসস্তূপ থেকে পরিবারের সব সদস্যের মরদেহ উদ্ধার করতে পারব এবং তাদের দেইর এল-বালাহর কবরস্থানে দাফন করব। অন্তত তাদের স্মৃতির একটি শেষ চিহ্ন তো থাকবে।”

বিজ্ঞাপন

সূত্র: আলজাজিরা

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD