Logo

ঘন কুয়াশায় ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৪

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৯
9Shares
ঘন কুয়াশায় ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৪
ছবি: সংগৃহীত

ভারতের দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়ের মাথুরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সেখানে সাতটি বাস ও তিনটি গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। এরপর সেখানে আগুন ধরে যায়।

ঘন কুয়াশার কারণে সামনে দেখতে না পাওয়ার কারণে এসব বাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশের জ্যেষ্ঠ সুপাররিনটেনডেন্ট শোলক কুমার দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান শেষ হচ্ছে। এছাড়া গাড়িগুলো সরিয়ে সড়কটি খুলে দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।

যে ২৫ জন আহত হয়েছেন তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের কারও অবস্থাই গুরুতর নয়। দুর্ঘটনা কবলিত বাস ও গাড়ির যাত্রীদের সরকারি গাড়িতে করে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা। সূত্র: এনডিটিভি।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD