স্যান্ডউইচ খেয়ে হাসপাতালে ভর্তি ৫৬০ জন


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:৪৮ অপরাহ্ন, ৭ই মে ২০২৪


স্যান্ডউইচ খেয়ে হাসপাতালে ভর্তি ৫৬০ জন
ফাইল ছবি

বিরল এক ঘটনা ঘটনা ঘটেছ ভিয়েতনামে। দেশটিতে  স্যান্ডউইচ খেয়ে ৫৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৬-৭ বছরের দুই ছেলে শিশুসহ ১২ জনের অবস্থা গুরুতর।


জানা যায়, দক্ষিণ ভিয়েতনামে একটি শপ থেকে ঐতিহ্যবাহী ‘বান মি স্যান্ডইউচ’ কিনে  খাওয়ার পর তারা ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয়। এ ঘটনায় ইতোমধ্যে ডং নাই প্রদেশে অবস্থিত ওই বেকারিটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমের কারণে স্যান্ডউইচগুলো নষ্টে হয়ে যেতে পারে।


আরও পড়ুন: ভারতে তৃতীয় দফায় লোকসভার ভোটগ্রহণ চলছে


প্রাথমিক পরিদর্শনে দেখ যায়, বেকারি খাদ্যের ন্যূনতম নিরাপত্তা মান পূরণ করেনি। বান মি স্যান্ডউইচ হল ভিয়েতনামের একটি ঐতিহ্যবাহী খাবার।  


সোমবার (৬ মে) লং খান শহর কর্তৃপক্ষ জানায়, গত ৩০ এপ্রিল বাং বেকারি থেকে ওই স্যান্ডউইচ খাওয়ার পর কমপক্ষে ৫৬০ জন মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ২০০ জনকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। 


আরও পড়ুন: ব্রাজিলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৮, নিখোঁজ শতাধিক


স্থানীয় কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে, ‘বান মি স্যান্ডইউচ’ বেকারি থেকে প্রতিদিন ১ হাজার ১০০ স্যান্ডউইচ বিক্রি করা হয়। ওই বেকারি থেকে যারা স্যান্ডউইচ খেয়েছে তাদের অনেকে ডায়রিয়া, বমি, জ্বর এবং পেট ব্যথায় আক্রান্ত হয়।


ভিয়েতনামের একটি গণমাধ্যমের খবরে বলা হয়, এই স্যান্ডউইচ খেয়ে এক নারী তার তিন সন্তানকে নিয়ে আইসিইউতে ভর্তি হন।  


এ ঘটনায় তদন্ত করা হবে বলে জানিয়েছে দেশটির স্থানীয় পুলিশ। সূত্র: বিবিসি


জেবি/এসবি