Logo

ইথিওপিয়ায় ট্রেন দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২১ অক্টোবর, ২০২৫, ১৭:০২
1Shares
ইথিওপিয়ায় ট্রেন দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত
ছবি: সংগৃহীত

ইথিওপিয়ার পূর্বাঞ্চলে ভয়াবহ এক ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত এবং আরও ২৯ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ অক্টোবর) দেশটির স্থানীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় প্রশাসনের বরাতে জানা গেছে, ভোররাত ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে জিবুতির সীমান্তবর্তী দেওয়েলে শহর থেকে দিরি দাওয়া পর্যন্ত প্রায় ২০০ কিলোমিটার দীর্ঘ রুটে। যাত্রীবাহী ট্রেনটি দেওয়েলে থেকে দিরি দাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল।

বিজ্ঞাপন

স্থানীয় সংবাদমাধ্যম দিরি টিভির ফেসবুক পোস্ট অনুযায়ী, ‘দিরি দাওয়া-দেওয়েলে রুটে ঘটা একটি দুর্ঘটনায় ১৪ জন নিহত এবং ২৯ জন গুরুতর ও সামান্য আহত হয়েছে।’ তবে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।ৎ

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, ট্রেনের কয়েকটি বগি উল্টে পড়ে আছে এবং কিছু বগি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে গেছে। উদ্ধারকাজে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা অংশ নিয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

ইথিওপিয়া, যা আফ্রিকার দ্বিতীয় জনবহুল দেশ (জনসংখ্যা প্রায় ১৩ কোটি), সেখানে ট্রেন দুর্ঘটনা তুলনামূলকভাবে বিরল।

তবে দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে ১৯৮৫ সালে, যখন জিবুতি থেকে রাজধানী আদ্দিস আবাবাগামী একটি ট্রেন খাদে পড়ে যায়। সে ঘটনায় ৪০০ জনেরও বেশি মানুষ নিহত এবং ৫০০ জনের বেশি আহত হয়েছিলেন।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD