Logo

তিন বছরে পাঁচ লাখ বিদেশি কর্মী নেবে ইতালি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২০ অক্টোবর, ২০২৫, ১১:৪৭
15Shares
তিন বছরে পাঁচ লাখ বিদেশি কর্মী নেবে ইতালি
ছবি: সংগৃহীত

ইউরোপের শিল্পনির্ভর ও পর্যটনসমৃদ্ধ দেশ ইতালি তাদের শ্রমবাজারে দীর্ঘদিনের সংকট মোকাবিলায় নতুন উদ্যোগ নিয়েছে। দেশটি আগামী তিন বছরে পাঁচ লাখ বিদেশি শ্রমিক নেওয়ার পরিকল্পনা করেছে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার জানিয়েছে, এবারের নিয়োগ প্রক্রিয়া আগের চেয়ে অনেক বেশি নিয়ন্ত্রিত, স্বচ্ছ ও ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। কেবলমাত্র নিবন্ধিত স্পন্সর ও দক্ষ কর্মীরাই আবেদন করার সুযোগ পাবেন।

নতুন স্পন্সর ভিসার আবেদন গ্রহণ শুরু হবে ২৩ অক্টোবর সকাল ৯টা থেকে, যা চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। অনলাইনে আগাম ফরম পূরণের মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে।

বিজ্ঞাপন

এবারের কর্মী নিয়োগে নন-ইউরোপীয় ৩৮টি দেশ অংশ নিচ্ছে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে।

প্রবাসী ও শ্রমবাজার বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দালাল বা অনিবন্ধিত মধ্যস্বত্বভোগীর মাধ্যমে আবেদন করলে বিপদে পড়ার আশঙ্কা রয়েছে। কারণ এবার ইতালির অভিবাসন বিভাগ ডিজিটাল যাচাই ব্যবস্থায় মালিক ও কর্মীর তথ্য স্বয়ংক্রিয়ভাবে মিলিয়ে দেখবে। শুধুমাত্র সঠিক তথ্যভিত্তিক আবেদনই গৃহীত হবে।

ইতালিতে গত কয়েক বছর ধরেই শ্রমিক সংকট তীব্র আকার ধারণ করেছে। শুরুতে ২০২৩-২০২৫ মেয়াদে ৪ লাখ ৫২ হাজার শ্রমিক নেওয়ার পরিকল্পনা থাকলেও পরে তা বাড়িয়ে ৫ লাখে উন্নীত করা হয়েছে।

বিজ্ঞাপন

২০২৬ সালের আবেদনকারীদের জন্য ‘ক্লিক ডে’ নির্ধারণ করা হয়েছে ১২ জানুয়ারি, ৯ ফেব্রুয়ারি, ১৬ ফেব্রুয়ারি ও ১৮ ফেব্রুয়ারি। ওই দিনগুলোতে সকাল ৯টা থেকে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই স্বয়ংক্রিয় যাচাই প্রক্রিয়ার ফলে বাংলাদেশসহ অন্যান্য দেশের আবেদনকারীরা আগের মতো হয়রানির শিকার হবেন না। এতে যোগ্য ও প্রকৃত শ্রমিকদের ইতালিতে কাজের সুযোগ আরও সহজ হবে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD