Logo

৭০ বছরের বৃদ্ধ বিয়ে করলেন ২৪ বছরের তরুণীকে

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ অক্টোবর, ২০২৫, ১৫:৫৬
13Shares
৭০ বছরের বৃদ্ধ বিয়ে করলেন ২৪ বছরের তরুণীকে
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় ৭৪ বছর বয়সী তরমান ২৪ বছর বয়সী শেলা আরিকাকে বিয়ে করেছেন। বিয়েতে দেনমোহর হিসেবে বর নববধূকে দিয়েছেন প্রায় তিন বিলিয়ন রুপিয়াহ (বাংলাদেশি মুদ্রায় দুই কোটি ২১ লাখ টাকা)।

বিজ্ঞাপন

বিয়ের আয়োজন ১ অক্টোবর পাসিতান রিজেন্সিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বর প্রকাশ্যে দেনমোহরের চেক হস্তান্তর করেন। শুরুতে এক বিলিয়ন রুপিয়াহের ঘোষণা থাকলেও তা বিয়ের দিন তিন বিলিয়ন রুপিয়াহ করা হয়। অতিথিদেরও এক লাখ রুপিয়াহ করে নগদ উপহার দেওয়া হয়।

তবে বিয়ের পর ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি প্রতিষ্ঠান অভিযোগ করে নবদম্পতি তাদের সেবার টাকা না দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন। এ নিয়ে সামাজিক মাধ্যমে গুজব ছড়ায় যে বর কনের পরিবারের মোটরসাইকেলে চড়ে পালিয়ে গেছেন। কেউ কেউ দেনমোহরের চেক বৈধ কিনা সন্দেহ করেন।

বিজ্ঞাপন

কনের এক আত্মীয় লাইভস্ট্রিমে ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা আগে থেকেই সাবধান করেছিলাম, কিন্তু সে শোনেনি।” বর তরমান পরে স্পষ্ট করে জানান, দেনমোহর বৈধ এবং তিনি স্ত্রীকে ছেড়ে যাননি। কনের পরিবারও দাবি করেছে, নবদম্পতি পালায়নি, তারা মধুচন্দ্রিমায় গেছেন।

স্থানীয় প্রশাসন ফটোগ্রাফি প্রতিষ্ঠানের অভিযোগের ভিত্তিতে এখন তদন্ত শুরু করেছে। বিশ্লেষকরা বলছেন, ইন্দোনেশিয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে বয়সের ব্যবধান কমার প্রবণতা বেড়েছে; তাই ৫০ বছরের ব্যবধানের এই বিয়েটি সমাজে ব্যতিক্রম হিসেবে দেখা হচ্ছে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD