Logo

কানাডা থেকে ভুলভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ, আইসিই বন্দিশালায় বাংলাদেশি মাহিন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ অক্টোবর, ২০২৫, ১৫:১৫
13Shares
কানাডা থেকে ভুলভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ, আইসিই বন্দিশালায় বাংলাদেশি মাহিন
ছবি: সংগৃহীত

কানাডা থেকে ‘ভুল করে’ সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী মাহিন শাহরিয়ার পাঁচ মাস ধরে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) বন্দিশালায় আছেন।

বিজ্ঞাপন

মাহিনের আইনজীবী ওয়াসিম আহমেদ কানাডার কাছে মুক্তির আবেদন করেছিলেন, কিন্তু কানাডার সরকার কোনো প্রতিক্রিয়া দেননি। আইসিই তাকে একবার কানাডার সীমান্ত পর্যন্ত নিয়ে গিয়েছিল, কিন্তু কানাডা ফেরত নেনি, ফলে মাহিন এখনও বন্দিশালায় রয়েছেন।

সিটিভি নিউজকে মাহিন জানিয়েছেন, তার বন্ধুর পরামর্শে বাড়ির বাইরে সময় কাটানোর উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করেছিলেন। “বন্ধু জানত কিভাবে যেতে হবে। ফোনে গাইড করছিল, মনে হচ্ছিল যেন তার সামনে গুগলের ম্যাপ খোলা আছে। হঠাৎ করেই আমি নিজেকে যুক্তরাষ্ট্রে পেলাম,” তিনি বলেন। সীমান্তে পৌঁছে পুলিশকে অবস্থা জানালেও তাঁকে কানাডায় ফেরত পাঠানোর পরিবর্তে আটক করা হয়।

বিজ্ঞাপন

আইসিই জানিয়েছে, কানাডার পক্ষ থেকে মাহিনের ফেরত গ্রহণে আপত্তি রয়েছে। ওয়াসিম আহমেদ জানিয়েছেন, মাহিনকে বাংলাদেশে পাঠানোর এখন কোনো ভাবনা নেই। “মাহিন বাংলাদেশ থেকে আসেননি, কানাডা থেকে এসেছেন। তাই তার জীবননিরাপত্তা বিবেচনায় বাংলাদেশে ফেরত পাঠানো যায় না। তবে কানাডা যদি একেবারেই ফেরত না নেয়, ভবিষ্যতে পরিস্থিতি পরিবর্তিত হতে পারে,” তিনি বলেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে ‘সেফ থার্ড কান্ট্রি এগ্রিমেন্ট’ আছে। এর আওতায়, দু’দেশে নথিবিহীনভাবে প্রবেশ করা কাউকে ১৪ দিনের মধ্যে মূল দেশ বা ভিন্ন দেশের কাছে ফেরত পাঠানোর ব্যবস্থা রয়েছে। ওয়াসিম জানিয়েছেন, কানাডার ফেডারেল কোর্টে মাহিনকে এ চুক্তির আওতায় ফেরত পাঠানোর আবেদন করা হয়েছে এবং শিগগিরই শুনানি হবে।

বিজ্ঞাপন

পরিবার পরিস্থিতি চরম চ্যালেঞ্জের মুখে। মাহিনের মা অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়েছেন, আর বোন পড়াশোনা ছেড়ে কাজ করার চেষ্টা করছেন। মাহিন নিজেও কানাডায় শরণার্থী হিসেবে স্বীকৃতি পাননি, যদিও তার মা ও বোনের আবেদন মঞ্জুর হয়েছে।

মাহিন কানাডায় পরিবারের সঙ্গে মিলিত হয়ে স্থিতি পেতে চাইছেন এবং আইসিইও এই বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছে।

সূত্র: সিটিভি নিউজ

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD