Logo

স্ত্রীকে পরকীয়া প্রেমিকের হাতে তুলে দিয়ে গরু ও টাকা নিলেন স্বামী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ অক্টোবর, ২০২৫, ১২:১৮
19Shares
স্ত্রীকে পরকীয়া প্রেমিকের হাতে তুলে দিয়ে গরু ও টাকা নিলেন স্বামী
ছবি: সংগৃহীত

সম্প্রতি স্ত্রীর পরকীয়া হাতেনাতে ধরে তার প্রেমিকের হাতেই স্ত্রীকে ‘সমর্পণ’ করেছেন এক যুবক। এরপর টোলাকি জনগোষ্ঠীর শতাব্দীপ্রাচীন প্রথা অনুযায়ী তিনি গ্রহণ করেন একটি গরু ও কিছু নগদ অর্থ। স্থানীয়দের মতে, এটি ছিল মর্যাদা রক্ষা ও শান্তি পুনঃস্থাপনের প্রতীকী প্রক্রিয়া।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার দক্ষিণাঞ্চলের একটি গ্রামে। এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে দেশটির স্থানীয় গণমাধ্যম ট্রিবুননিউজ সুলত্রা।

স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোনায়ে রিজেন্সির পুডোম্বি গ্রামের বাসিন্দা এসআরএইচ নামের এক ব্যক্তির সঙ্গে স্ত্রী এনএসের পাঁচ বছরের দাম্পত্য জীবন চলছিল। সম্প্রতি তিনি স্ত্রীকে অন্য এক পুরুষের সঙ্গে স্থানীয় বোর্ডিং হাউসে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন। প্রমাণস্বরূপ কিছু সামগ্রী ও মোটরসাইকেল পুলিশে জমা দেন তিনি।

বিজ্ঞাপন

পরে জিজ্ঞাসাবাদে স্ত্রী ও তার প্রেমিক দুজনেই সম্পর্কের কথা স্বীকার করেন। জানা যায়, প্রেমিকটি একটি খনির কোম্পানিতে চাকরি করেন। এরপর এসআরএইচ বিষয়টি টোলাকি জনগোষ্ঠীর প্রাচীন প্রথা ‘মোয়েয়া সারাপু’ অনুযায়ী মীমাংসার আবেদন জানান স্থানীয় প্রবীণদের কাছে।

‘মোয়েয়া সারাপু’ শব্দের অর্থ ত্যাগ ও শান্তি প্রতিষ্ঠা। এই আচারটি দাম্পত্য কলহ বা সম্পর্কভঙ্গের ক্ষেত্রে পারস্পরিক ক্ষমা ও সমাজে ভারসাম্য ফিরিয়ে আনার প্রতীক হিসেবে পালিত হয়।

অনুষ্ঠানে এসআরএইচ তার স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দেন—এর মাধ্যমে তিনি নিজের সম্মান রক্ষা ও দ্বন্দ্বের শান্তিপূর্ণ অবসান ঘটাতে চেয়েছিলেন। টোলাকি সংস্কৃতিতে বিশ্বাস করা হয়, সমাজে ভারসাম্য পুনঃস্থাপন না হলে অমঙ্গল নেমে আসতে পারে।

বিজ্ঞাপন

অনুষ্ঠান চলাকালে স্বামী ও স্ত্রী পাশাপাশি বসে নিজেদের ভুল স্বীকার করেন এবং প্রবীণ, আত্মীয় ও গ্রামবাসীর উপস্থিতিতে একে অপরের কাছে ক্ষমা চান। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, এসআরএইচ চোখ মুছতে মুছতে স্ত্রীর প্রেমিকের কাঁধে হাত রেখে বলেন, ‘তাকে ভালোভাবে রাখবেন। কখনও কষ্ট দেবেন না। সে আমার সঙ্গে কখনও সুখে থাকতে পারেনি।’

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD