Logo

দিল্লিতে রাজ্যসভার এমপিদের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ অক্টোবর, ২০২৫, ১৭:৩১
12Shares
দিল্লিতে রাজ্যসভার এমপিদের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির বিশম্ভর দাস মার্গে রাজ্যসভার সদস্যদের জন্য নির্ধারিত একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

শনিবার (১৮ অক্টোবর) স্থানীয় সময় দুপুরের দিকে ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টে এই আগুন লাগে।

প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও, আগুনে ভবনের নিচের কয়েকটি তলায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর মিলেছে।

দিল্লি ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১টা ২০ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত নয়।

বিজ্ঞাপন

অগ্নিকাণ্ডের সময় ভবন থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়, যা আশপাশের এলাকা ঢেকে ফেলে। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, ভবনের ফায়ার হাইড্রেন্ট ও পানির সরবরাহ ব্যবস্থা অচল থাকায় প্রাথমিকভাবে কেউ আগুন নেভাতে পারেননি।

এক বাসিন্দা স্থানীয় গণমাধ্যমকে বলেন, “আমরা আগুন দেখেই নেভানোর চেষ্টা করি, কিন্তু ট্যাংকে পানি ছিল না, হাইড্রেন্টও কাজ করছিল না।”

বিজ্ঞাপন

পরে দমকল বাহিনী দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ভবনটি রাজ্যসভার সদস্যদের সরকারি ফ্ল্যাট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে বলে জানা গেছে।

সূত্র: এনডিটিভি

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD