Logo

ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের অভিযান, ধ্বংস মাদকবাহী সাবমেরিন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ অক্টোবর, ২০২৫, ১২:৫৭
6Shares
ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের অভিযান, ধ্বংস মাদকবাহী সাবমেরিন
ছবি: সংগৃহীত

ক্যারিবীয় সাগরে একটি মাদকবাহী সাবমেরিন ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। সাবমেরিনটি যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে অগ্রসর হচ্ছিল বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিজ্ঞাপন

রবিবার (১৯ অক্টোবর) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন অভিযানে সাবমেরিনে থাকা চারজনের মধ্যে দুইজন নিহত হয়েছেন, আর বেঁচে যাওয়া দুজনকে ইকুয়েডর ও কলম্বিয়ায় ফেরত পাঠানো হচ্ছে।

শনিবার (১৮ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে ট্রাম্প লেখেন, “আমরা একটি বিশাল মাদকবাহী সাবমেরিন ধ্বংস করেছি, যা যুক্তরাষ্ট্রের দিকে এগোচ্ছিল। এতে ফেন্টানিলসহ বিপুল পরিমাণ অবৈধ মাদক ছিল।”

বিজ্ঞাপন

তিনি দাবি করেন, “সাবমেরিনটি যদি উপকূলে পৌঁছাত, তাহলে অন্তত ২৫ হাজার আমেরিকান প্রাণ হারাতেন।”

ট্রাম্প আরও জানান, অভিযানে যুক্তরাষ্ট্রের কোনো সেনা হতাহত হয়নি। তার ভাষায়, “আমরা স্থল বা সমুদ্র—কোনও জায়গাতেই মাদকবাহী সন্ত্রাসীদের সহ্য করব না।”

সংবাদমাধ্যম বলছে, গত এক মাসে ক্যারিবীয় সাগরে অন্তত ছয়টি অভিযানে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র। এসব অভিযান মূলত আন্তর্জাতিক জলসীমায় মাদকবাহী জাহাজকে লক্ষ্য করেই পরিচালিত হচ্ছে।

বিজ্ঞাপন

তবে অধিকাংশ অভিযান ভেনেজুয়েলার উপকূলের কাছাকাছি হওয়ায় দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। ওয়াশিংটনের দাবি, দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে মোতায়েন করা মার্কিন নৌবহর অপরাধী চক্র ও মাদক পাচার রোধে কাজ করছে।

এর আগে পেন্টাগনের প্রধান পিট হেগসেথ জানান, সাউদার্ন কমান্ড এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে একটি যৌথ টাস্কফোর্স গঠন করা হচ্ছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD