লাহোরে বায়ুদূষণ ৭০ শতাংশ কমালো পাকিস্তান

পাকিস্তানের লাহোরে প্রথমবারের মতো চালু করা অ্যান্টি-স্মগ গান বায়ুদূষণ কমাতে আশাতীত সাফল্য এনে দিয়েছে। দেশটির পরিবেশ সুরক্ষা কর্তৃপক্ষের (ইপিএফ) তথ্য অনুযায়ী, এই প্রযুক্তি ব্যবহারের পর শহরটির দূষণের মাত্রা কমেছে প্রায় ৭০ শতাংশ।
বিজ্ঞাপন
শনিবার (১৮ অক্টোবর) জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের কান্না এলাকায় পরীক্ষামূলকভাবে অ্যান্টি-স্মগ গান চালুর পর বায়ুর মানে ব্যাপক উন্নতি দেখা গেছে।
ইপিএফের মুখপাত্র বলেন, “অ্যান্টি-স্মগ গান চালুর পর এলাকাটিতে এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ৬৬৬ থেকে নেমে এসেছে ১৭০-এ, যা একটি বড় পরিবর্তন।”
বিজ্ঞাপন
বিশ্বের সবচেয়ে দূষিত দেশগুলোর মধ্যে অন্যতম পাকিস্তান। বিশেষ করে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়জুড়ে লাহোর প্রায়ই ‘সবচেয়ে দূষিত নগরী’ হিসেবে শীর্ষে থাকে। প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষের শহর লাহোরে বছরের প্রায় অর্ধেক সময় বাসিন্দাদের দূষিত বাতাসে শ্বাস নিতে হয়।
পাঞ্জাবের সিনিয়র মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফের নির্দেশনায় পরিচালিত এই পরীক্ষাটি “পরিবেশ রক্ষায় এক বড় সাফল্য”।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “৭০ শতাংশ দূষণ হ্রাসের বিষয়টি আধুনিক পর্যবেক্ষণ প্রযুক্তির মাধ্যমে বৈজ্ঞানিকভাবে যাচাই করা হয়েছে। নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তির ব্যবহার অব্যাহত থাকবে।”