Logo

যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দক্ষিণ গাজায় ইসরায়েলের বিমান হামলা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ অক্টোবর, ২০২৫, ১৬:৫৩
16Shares
যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দক্ষিণ গাজায় ইসরায়েলের বিমান হামলা
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

বিজ্ঞাপন

রবিবার (১৯ অক্টোবর) গাজার দক্ষিণাঞ্চলে অন্তত দুটি বিমান হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তাদের ভাষ্য, রাফাহ শহরের ইসরায়েল-নিয়ন্ত্রিত এলাকায় সংঘর্ষের পর যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়।

তবে ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা হামলার বিষয়টি সরাসরি নিশ্চিত না করে বলেন, হামাস যোদ্ধারা প্রথমে ইসরায়েলি বাহিনীর ওপর গুলি চালায় ও রকেটচালিত গ্রেনেড নিক্ষেপ করে। ঘটনাগুলো ইয়েলো লাইনের পূর্বদিকে ইসরায়েল-নিয়ন্ত্রিত এলাকায় ঘটেছে— যা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

ইসরায়েলি গণমাধ্যমের তথ্যমতে, রাফাহসহ দক্ষিণ গাজার একাধিক এলাকায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা। টেলিভিশন চ্যানেল ১২ জানিয়েছে, সর্বশেষ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের মধ্যে ফোনালাপ চলছে।

সরকারি সম্প্রচারমাধ্যম জানায়, হামাস সদস্যদের সঙ্গে সংঘর্ষের পরই ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায়।

বিজ্ঞাপন

অন্যদিকে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, রাফাহ এলাকায় হামাস যোদ্ধা ও ইসরায়েলি সেনাদের মধ্যে গুলিবিনিময় অব্যাহত রয়েছে। সেখানে একটি আইইডি বিস্ফোরণের ঘটনাও ঘটে, যাতে ইসরায়েলি সৈন্যরা আহত হন।

সূত্রগুলো বলছে, গাজায় যুদ্ধ চলাকালে ইসরায়েলি বাহিনীর সহযোগী একটি স্থানীয় গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে হামাসের অভিযানকে কেন্দ্র করেই নতুন এই সংঘর্ষ শুরু হয়েছে। ফিলিস্তিনিদের কাছে ওই গোষ্ঠীটি ‘ঘৃণিত’ হিসেবে পরিচিত, কারণ তারা ইসরায়েলি সেনাদের সহায়তা করেছে বলে অভিযোগ রয়েছে। হামাস ওই গোষ্ঠীর সদস্যদের খুঁজে বের করতে অভিযান চালাচ্ছে বলেও ধারণা করা হচ্ছে, যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক নিশ্চয়তা মেলেনি।

সূত্র: এএফপি, আল জাজিরা

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD