Logo

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২১ অক্টোবর, ২০২৫, ১২:২৬
9Shares
জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি
ছবি: সংগৃহীত

জাপানের রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন এক নারী — ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর নেতা সানায়ে তাকাইচি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ অক্টোবর) পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে তিনি প্রতিদ্বন্দ্বী ইয়োশিহিকো নোদাকে বড় ব্যবধানে পরাজিত করে বিজয়ী হন।

গত বছরের সেপ্টেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা আকস্মিকভাবে পদত্যাগ করার পর নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। তার আগে ২০২৪ সালের আগস্টে ফুমিও কিশিদা প্রধানমন্ত্রীর পদ ছাড়েন, যদিও তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৬ সালের দিকে।

বিজ্ঞাপন

পার্লামেন্টে এলডিপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণ নির্বাচন ছাড়াই এমপিদের ভোটে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন তাকাইচি।

দীর্ঘ তিন দশক ধরে জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। অতীতে পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও কাজ করেছেন তাকাইচি। রাজনীতির পাশাপাশি তিনি টেলিভিশন শো উপস্থাপনা ও হেভি মেটাল মিউজিকের ড্রাম বাজানোর জন্যও পরিচিত।

বিজ্ঞাপন

নতুন প্রধানমন্ত্রী হিসেবে তাকাইচির সামনে একাধিক চ্যালেঞ্জ অপেক্ষা করছে, অর্থনীতির স্থবিরতা, মূল্যস্ফীতি, মজুরি সংকট এবং জনগণের ক্রয়ক্ষমতা হ্রাস তার বড় মাথাব্যথা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ও আগের সরকারের সময় ট্রাম্প প্রশাসনের সঙ্গে হওয়া শুল্কচুক্তি বাস্তবায়নও এখন তার গুরুত্বপূর্ণ দায়িত্বের অংশ।

১৯৫৫ সাল থেকে জাপানের রাজনীতিতে প্রায় একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছে এলডিপি। তবে সাম্প্রতিক বছরগুলোতে দলটির জনপ্রিয়তা কিছুটা কমে আসায় তাকাইচির নেতৃত্বকে অনেকেই নতুন সম্ভাবনা হিসেবে দেখছেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD