Logo

পবিত্র কোরআনের হাফেজ হলেন ১৩ হাজার কারাবন্দি

profile picture
জনবাণী ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৪, ০৭:২৭
83Shares
পবিত্র কোরআনের হাফেজ হলেন ১৩ হাজার কারাবন্দি
ছবি: সংগৃহীত

দেশটির কারা কর্তৃপক্ষের নেওয়া পদক্ষেপের ফলে এই অর্জন সম্ভব হয়েছে

বিজ্ঞাপন

আফ্রিকার দেশ মরক্কোর কারাগার প্রশাসন জানিয়েছে, দেশটির দণ্ডাদেশপ্রাপ্ত ১৩ হাজার ৪৬৪ বন্দি পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন। দেশটির কারা কর্তৃপক্ষের নেওয়া পদক্ষেপের ফলে এই অর্জন সম্ভব হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মরক্কোর গণমাধ্যম হেসপ্রেস।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মরক্কোর কারাগার প্রশাসনের জেনারেল বোর্ডের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, প্রশাসন দেশের আওকাফ এবং ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় সাম্প্রতিক বছরগুলোতে মরক্কোর কারাগারে খুতবা এবং ইসলামবিষয়ক বিভিন্ন নির্দেশিকা প্রদান কার্যক্রম পরিচালনা করছে। সেই সঙ্গে পবিত্র কোরআন শেখানো, প্রয়োজনীয় দোয়া-দরুদ ও হাদিস মুখস্থ করার মাধ্যমে বন্দিদের ইসলামী জীবনের মূল্যবোধ শেখানোর চেষ্টা করা হচ্ছে। 

তারই ধারাবাহিকতায় ২০২৪ সালে এখন পর্যন্ত দণ্ডাদেশপ্রাপ্ত ১৩ হাজার ৪৬৪ জন বন্দি পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন। এরমধ্যে মোট ৬৭ হাজার ৭৭২ জন বন্দি তাবলিগ, ওয়াজ ও নির্দেশনামূলক কর্মসূচি থেকে বেশি উপকৃত হয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হেসপ্রেস জানিয়েছে, আগামীতে আফ্রিকার দেশটির এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে কারাগারে কোরআন মাজিদ হেফজ কার্যক্রম বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের সংখ্যা আরও বাড়ানো হবে।

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

পবিত্র কোরআনের হাফেজ হলেন ১৩ হাজার কারাবন্দি