Logo

আমি থাকাকালীন তাইওয়ান দখল করবে না চীন: ট্রাম্প

profile picture
জনবাণী ডেস্ক
১৮ আগস্ট, ২০২৫, ২৪:২২
95Shares
আমি থাকাকালীন তাইওয়ান দখল করবে না চীন: ট্রাম্প
ছবি: সংগৃহীত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার ক্ষমতায় থাকাকালীন চীন তাইওয়ান দখলের চেষ্টা করেনি।

বিজ্ঞাপন

গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখে চীন। তাদের রাষ্ট্রীয় নীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্ব পাচ্ছে তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করার পরিকল্পনা, প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করতেও পিছপা নয় বেইজিং।

এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার ক্ষমতায় থাকাকালীন চীন তাইওয়ান দখলের চেষ্টা করেনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “প্রেসিডেন্ট শি আমাকে বলেছেন, আপনি ক্ষমতায় থাকাকালীন আমি তাইওয়ানে আক্রমণ করব না। তখন আমি তাকে ধন্যবাদ জানিয়েছিলাম। তবে তিনি আরও বলেন, মনে রাখবেন, আমি ধৈর্যশীল এবং চীনও ধৈর্য ধরে অপেক্ষা করতে পারে।”

ট্রাম্প আরও দাবি করেন, তার অনুপস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনেক আগেই ইউক্রেন পুরোপুরি দখল করে নিতেন। একইভাবে চীনও তাইওয়ান ইস্যুতে পদক্ষেপ নিতো।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত জুনে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর প্রথমবার প্রেসিডেন্ট শি-এর সঙ্গে ফোনালাপে অংশ নেন ট্রাম্প। সেই আলোচনায়ও তাইওয়ান প্রসঙ্গ উঠে আসে বলে জানান তিনি। ট্রাম্পের মতে, তিনি ক্ষমতায় থাকা পর্যন্ত বেইজিং তাইওয়ানে আক্রমণ চালাবে না।

অন্যদিকে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয় হলো তাইওয়ান। যুক্তরাষ্ট্রের উচিত এক-চীন নীতি ও বেইজিং-ওয়াশিংটনের তিনটি যৌথ বিবৃতির প্রতি অঙ্গীকারবদ্ধ থাকা এবং তাইওয়ান প্রসঙ্গে সতর্কতা অবলম্বন করা।

বিজ্ঞাপন

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD