Logo

লাদাখে বিক্ষোভে পুলিশি অভিযান, গ্রেপ্তার ৫০

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১৫:১৮
23Shares
লাদাখে বিক্ষোভে পুলিশি অভিযান, গ্রেপ্তার ৫০
ছবি: সংগৃহীত

ভারতের লাদাখে পৃথক রাজ্যের মর্যাদা প্রদানের দাবিতে বিক্ষোভের ঘটনা বৃদ্ধি পাওয়ায় রাতভর পুলিশের অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ ঘটে, চারজন নিহত এবং কমপক্ষে ৯০ জন আহত হয়েছেন।

লেহ শহরে বিক্ষুব্ধরা বিজেপির কার্যালয় ও নগর প্রশাসন ভবনে অগ্নিসংযোগ চালায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, এই সহিংসতা উসকানিমূলক বক্তব্যের কারণে ছড়িয়ে পড়ে। জলবায়ুকর্মী সোনাম ওয়াংচুক এবং কংগ্রেস নেতা ফুন্তসোগ স্তানজিন সেপাগের বক্তব্যকে দায়ী করা হয়েছে। অভিযোগ, তারা সমাবেশ থেকে উত্তেজনা ছড়ানোর মাধ্যমে বিক্ষোভে নেতৃত্ব দিয়েছেন।

সোনাম ওয়াংচুক গত ১৫ দিন ধরে লাদাখকে রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে অনশন চালাচ্ছেন। তাঁর উসকানিমূলক বক্তব্যের পরই বিক্ষোভ ছড়িয়ে পড়ে বলে সরকারি সূত্র জানিয়েছে।

বিজ্ঞাপন

লাদাখের বাসিন্দারা দীর্ঘ তিন বছর ধরে এই স্বীকৃতির দাবিতে আন্দোলন চালাচ্ছেন। তাদের মতে, অঞ্চলের ভূমি, সংস্কৃতি ও সম্পদ সংরক্ষণের জন্য রাজ্য মর্যাদা গুরুত্বপূর্ণ।

সূত্র: এনডিটিভি

জেবি/আরএক্স/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD