Logo

বিহারে কোনো বাংলাদেশি নেই, দিল্লিতে মোদির বোন আছেন: ওয়াইসি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:১৯
26Shares
বিহারে কোনো বাংলাদেশি নেই, দিল্লিতে মোদির বোন আছেন: ওয়াইসি
ছবি: সংগৃহীত

ভারতের আসন্ন বিহার নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের জবাবে তীব্র কটাক্ষ করেছেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।

বিজ্ঞাপন

এক নির্বাচনী সমাবেশে মোদি অভিযোগ করেন, বিহারে কংগ্রেস ও আরজেডি অবৈধ অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে। তার দাবি, এই প্রবেশ ভারতের জন্য "জনসংখ্যাগত হুমকি" তৈরি করছে এবং নারীদের নিরাপত্তায় ঝুঁকি বাড়াচ্ছে।

ওয়াইসি পাল্টা জবাবে বলেন, "মোদিজি বলেন বিহারে বাংলাদেশি আছে। আমি বলি, বিহার কিংবা সীমাঞ্চলে কোনো বাংলাদেশি নেই। তবে আপনার এক বাংলাদেশি বোন তো দিল্লিতে আছেন। তাকে বাংলাদেশে ফেরত পাঠান, আমরা সীমাঞ্চল থেকে বিদায় করে দেব।"

বিজ্ঞাপন

ওয়াইসির এই বক্তব্যে ইঙ্গিত করা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি, যিনি গত বছর পদত্যাগের পর থেকে দিল্লিতে অবস্থান করছেন।

এদিকে বিহারের ভোটার তালিকা নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশন দাবি করেছে, তালিকা শুদ্ধ করার প্রক্রিয়ায় নেপাল, বাংলাদেশ ও মিয়ানমারের কিছু নাগরিক ভোটার হিসেবে ধরা পড়েছে। তবে বিরোধীদের অভিযোগ, এটি আসলে ভোটার সংখ্যা কমানোর একটি অজুহাত মাত্র।

বিজ্ঞাপন

আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন, "ধরা যাক, বিহারে অনুপ্রবেশকারী আছে, কিন্তু এতদিন আপনারা কী করলেন? কেন্দ্রীয় ক্ষমতায় আছেন ১১ বছর, আর বিহারে সরকারে আছেন দুই দশক ধরে।"

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের তারিখ ঘোষণার পর এই বিতর্ক আরও তীব্র হবে এবং ভোটের লড়াইয়ে বড় ইস্যুতে পরিণত হতে পারে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD