Logo

ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরাইলের প্রধান বিমানবন্দর

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৫ অক্টোবর, ২০২৫, ১১:১১
16Shares
ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরাইলের প্রধান বিমানবন্দর
ছবি: সংগৃহীত

ইয়েমেন থেকে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় তেলআবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (৫ অক্টোবর) সকালে আরব ও ইসরাইলি গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা মেহের এ তথ্য জানিয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র তারা শনাক্ত করেছে। হামলার পর ইসরাইলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজতে থাকে।

ইসরাইলের চ্যানেল ১২ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পর বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং বেন গুরিয়ন বিমানবন্দরের আকাশসীমা সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে টাইমস অব ইসরাইল জানিয়েছে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে—ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটি তারা সফলভাবে ভূপাতিত করেছে। তবে ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলের মধ্যাঞ্চল ও দক্ষিণ পশ্চিম তীরের কয়েকটি এলাকায় সাইরেন বাজলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আইডিএফের তথ্য অনুযায়ী, গত ১৮ মার্চ হামাসবিরোধী অভিযান পুনরায় শুরুর পর থেকে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি বাহিনী ইসরাইলের দিকে ৯১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অন্তত ৪১টি ড্রোন পাঠিয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, চলতি বছরের জানুয়ারিতে হামাস-ইসরাইল যুদ্ধবিরতির পূর্ব পর্যন্ত ইয়েমেন থেকে ইসরাইলের দিকে ৪০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১০০টির বেশি ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল।

উল্লেখ্য, গাজায় ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই ইয়েমেন ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়ে আসছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরাইলবিরোধী অভিযানের পর থেকে ইয়েমেন একাধিকবার ইসরাইলবিরোধী হামলায় অংশ নিয়েছে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD