Logo

মানচিত্র থেকে মুছে ফেলার হুমকিতে পাকিস্তানের কড়া জবাব

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৫ অক্টোবর, ২০২৫, ১২:১৬
14Shares
মানচিত্র থেকে মুছে ফেলার হুমকিতে পাকিস্তানের কড়া জবাব
ছবি: সংগৃহীত

চলতি বছরের এপ্রিল মাসে কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক তীব্রভাবে উত্তেজিত।

বিজ্ঞাপন

দুই দেশের মধ্যে সাম্প্রতিক কালে রাজনৈতিক-সামরিক অগ্রগতিতে শক্তির প্রতিদ্বন্দ্বিতা স্পষ্ট দেখা যাচ্ছে — ভারত সৌদি আরবের সঙ্গে শক্তিশালী প্রতিরক্ষা চুক্তি করেছে ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে, অন্যদিকে ভারত চীন ও রাশিয়ার সঙ্গে আলায় কাজ করার চেষ্টা করছে।

সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ মতো কড়া হুঁশিয়ারি দেওয়ার পর দেশটির সেনাবাহিনী ও প্রতিরক্ষামন্ত্রী তা বিতর্কিত ও হুমকিমূলক মন্তব্য হিসেবে জবাব দিয়েছে। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর একই রকম মন্তব্যও উত্তেজনা বাড়িয়েছে।

টিআরটি ও জিও নিউজের পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৪ অক্টোবর) একটি বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী জানায়— ভারতের শীর্ষস্থানের উসকানিমূলক, বিভ্রান্তিকর ও যুদ্ধংদেহী মন্তব্যগুলোতে আমরা গভীর উদ্বিগ্ন। ভবিষ্যতে সংঘাতের ঘটনা ঘটলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তারা স্পষ্ট করে বলেছে, যদি আবার সংঘাত শুরু হয় পাকিস্তান সংযম দেখাবে না এবং কোনো দ্বিধা ছাড়াই দৃঢ়ভাবে পাল্টা জবাব দেবে।

বিজ্ঞাপন

পাক সেনাবাহিনী আরও উল্লেখ করেছে, তারা প্রতিপক্ষের ভূখণ্ডের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পাল্টা হামলা চালানোর সক্ষমতা ও প্রস্তুতি রাখে এবং এবার তারা ভারতের তথাকথিত ভূগোলগত নিরাপত্তার ভ্রান্ত ধারণা ভেঙে দেবে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও রোববার (৫ অক্টোবর) সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করে ভারতের দিকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন। তিনি বলেন, যদি ভারত আবারও যুদ্ধ চাপিয়ে দেয় তাহলে ভারতের ধ্বংসস্তূপের নিচে তাদের কবর দেয়া হবে—ইনশাআল্লাহ। খাজা আসিফ এই মন্তব্যগুলিকে ভারতের শীর্ষস্থানীয় নেতাদের হারানো বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠার ব্যর্থ প্রচেষ্টার ইঙ্গিত হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন যে এসব মন্তব্য শীর্ষ মহলের চাপেই করা হয়েছে। তিনি আরও বলেন, আগের ৬-০ ব্যবধানে পরাজয়ের পরও যদি তারা আবার চেষ্টা করে, পাকিস্তানের স্কোর আরও ভালো হবে।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার (৩ অক্টোবর) ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সতর্ক করে বলেছিলেন— পাকিস্তান যদি মানচিত্রে থাকা বজায় রাখতে চায় তাহলে তাকে সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, আমরা অপারেশন সিঁদুর ১.০-তে যে সংযম দেখিয়েছি এবার তা বজায় রাখব না; এবার এমন কিছু করা হবে যা পাকিস্তানকে ভাবতে বাধ্য করবে যে তারা মানচিত্রে থাকতে চায় কি না।

এর পূর্ববর্তী দিনে, গুজরাটের ভুজ সীমান্ত ঘাঁটিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন— যদি পাকিস্তান স্যর ক্রিক এলাকায় আগ্রাসন দেখানোর চেষ্টা করে, তাহলে এমন জবাব দেওয়া হবে যা ইতিহাস ও ভূগোল উভয়ই পাল্টে দিতে সক্ষম।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD