Logo

আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মাতমো, উপকূলীয় এলাকা প্লাবিত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৫ অক্টোবর, ২০২৫, ১৮:৩০
31Shares
আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মাতমো, উপকূলীয় এলাকা প্লাবিত
ছবি: সংগৃহীত

চীনের দক্ষিণাঞ্চলে প্রবল ঘূর্ণিঝড় ‘মাতমো’ আঘাত হেনেছে। ভয়াবহ এই ঝড় আঘাত হানার আগেই উপকূলীয় অঞ্চলগুলো থেকে কয়েক লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয় নিরাপদ আশ্রয়ে।

বিজ্ঞাপন

রবিবার (৫ অক্টোবর) এ ঘূর্ণিঝড় আঘাত হেনেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির তথ্যমতে, স্থানীয় সময় দুপুর ২টা ৫০ মিনিটে ঘূর্ণিঝড়টি গুয়াংডং প্রদেশের উপকূলে আছড়ে পড়ে।

বিজ্ঞাপন

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, স্থলভাগে প্রবেশের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটারেরও বেশি ছিল, যা ব্যাপক ক্ষয়ক্ষতি ডেকে আনে।

জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, ঝড়টি উপকূলে আঘাত হানার আগে থেকেই ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাস শুরু হয়। কর্তৃপক্ষের নির্দেশে আগেই হাইনান দ্বীপের প্রায় ১ লাখ ৯৭ হাজার এবং গুয়াংডং প্রদেশের ১ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

সরকারি সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সি জানায়, হাইকো, ওয়েনচাং, ঝানজিয়াং ও মাওমিংসহ উপকূলীয় শহরগুলোতে গণপরিবহন, নির্মাণকাজ এবং ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জেবি/এসডি/জেএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD