Logo

এভারেস্টে তুষারঝড়ে আটকা প্রায় হাজারো মানুষ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ অক্টোবর, ২০২৫, ১১:৪৯
12Shares
এভারেস্টে তুষারঝড়ে আটকা প্রায় হাজারো মানুষ
ছবি: সংগৃহীত

চীনের তিব্বত অংশের মাউন্ট এভারেস্টে তীব্র তুষারঝড়ে বিপাকে পড়েছেন প্রায় এক হাজার মানুষ।

বিজ্ঞাপন

শুক্রবার রাত থেকে শুরু হওয়া প্রবল তুষারপাত টানা শনিবার জুড়ে চলতে থাকায় ৪ হাজার ৯০০ মিটার উচ্চতার ক্যাম্প ও আশপাশের এলাকা পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ে।

স্থানীয় সূত্র জানিয়েছে, আটকা পড়াদের মধ্যে পর্যটক, পর্বতারোহী ও কর্মী রয়েছেন। উদ্ধারকাজে শত শত স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মী নেমে পড়েছেন।

বিজ্ঞাপন

চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, রবিবার পর্যন্ত অন্তত ৩৫০ জনকে নিরাপদে কুডং শহরে সরিয়ে নেওয়া হয়েছে। আরও দুই শতাধিক মানুষকে ধাপে ধাপে নামিয়ে আনার কাজ চলছে।

এ ঘটনার পর নিরাপত্তার স্বার্থে টিংরি কাউন্টি ট্যুরিজম কোম্পানি শনিবার রাত থেকে এভারেস্টে পর্যটক প্রবেশ ও টিকিট বিক্রি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, প্রতিবেশী দেশ নেপাল ভারি বর্ষণে বিপর্যস্ত। টানা বৃষ্টিতে সেখানকার পাহাড়ি এলাকায় ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত ৪৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সেতু ও সড়ক যোগাযোগব্যবস্থাও।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD