পাকিস্তানকে নতুন ক্ষেপণাস্ত্র বিক্রির খবর ‘সঠিক নয়’: মার্কিন দূতাবাস

সম্প্রতি সংশোধিত এক সামরিক চুক্তির অধীনে পাকিস্তান নতুন করে উন্নত মানের এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র পাচ্ছে—গণমাধ্যমে প্রকাশিত এমন খবরকে ‘সঠিক নয়’ বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।
বিজ্ঞাপন
শুক্রবার (১০ অক্টোবর) ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস এই তথ্য জানিয়ে স্পষ্ট করেছে যে, চুক্তিটি কেবলই রক্ষণাবেক্ষণ ও খুচরা যন্ত্রাংশ সরবরাহ সংক্রান্ত, এতে নতুন অস্ত্র সরবরাহের কোনো বিষয় নেই। ভারতে অবস্থিত মার্কিন দূতাবাসের বরাত দিয়ে এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানায়, গত ৩০ সেপ্টেম্বরের সরকারি ঘোষণাটি ছিল ‘বিদ্যমান একটি বিদেশি সামরিক বিক্রয় চুক্তির সংশোধনী।’ এই সংশোধনীতে পাকিস্তানসহ কয়েকটি দেশের জন্য তাদের পুরোনো সামরিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণ ও খুচরা সরঞ্জাম সরবরাহের বিষয় অন্তর্ভুক্ত করা হয়।
বিজ্ঞাপন
মার্কিন দূতাবাস জোর দিয়ে বলেছে, ভুল সংবাদ প্রতিবেদনের বিপরীতে, এই সংশোধিত চুক্তির কোনো অংশই পাকিস্তানে পাকিস্তানে নতুন এএমআরএএম সরবরাহের জন্য নয়। তারা আরও যোগ করে, এই রক্ষণাবেক্ষণ কার্যক্রমে ‘পাকিস্তানের বর্তমান সামরিক সক্ষমতার কোনো উন্নয়নও অন্তর্ভুক্ত নয়।’
পাকিস্তানের কিছু গণমাধ্যমে এই চুক্তিকে নতুন ক্ষেপণাস্ত্র বিক্রয় হিসেবে ব্যাখ্যা করার পরই যুক্তরাষ্ট্র এই স্পষ্টীকরণ দিল। এই ব্যাখ্যা আঞ্চলিক সামরিক ভারসাম্য নিয়ে চলমান জল্পনা কমাতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।