যুদ্ধে উসকানিদাতা ট্রাম্প শান্তির মানুষ হতে পারেন না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখনোই শান্তির প্রতীক হতে পারেন না, কারণ তিনিই যুদ্ধের উসকানি দিচ্ছেন বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
বিজ্ঞাপন
সোমবার (১৩ অক্টোবর) সোশ্যাল মিডিয়া এক্স হেন্ডেলে দেওয়া এক পোস্টে আরাঘচি লেখেন, যিনি যুদ্ধ উসকে দেন, তিনি শান্তির মানুষ হতে পারেন না। তিনি অভিযোগ করেন, ট্রাম্প ইসরায়েলি স্বার্থগোষ্ঠীর মিথ্যা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরানবিরোধী প্রচারণা চালাচ্ছেন।
ট্রাম্পের দাবি করেছিলেন ইরান কয়েক সপ্তাহ দূরে ছিল পারমাণবিক অস্ত্র তৈরির কাছ থেকে- এটিকে মিথ্যা বলে অভিহিত করেন আরাঘচি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নিজস্ব গোয়েন্দা সংস্থাগুলিও এমন কোনো প্রমাণ দেয়নি।
বিজ্ঞাপন
ইরানি মন্ত্রী আরও বলেন, ট্রাম্প ইসরায়েলের প্রভাবে মধ্যপ্রাচ্যে নতুন সংঘাত উসকে দিচ্ছেন। সাম্প্রতিক মার্কিন বিমান হামলায় বহু সাধারণ মানুষের মৃত্যু ঘটেছে, যা শান্তির পথে বেশ বাধা সৃষ্টি করছে।
আরাঘচি বলেন, একজন মানুষ একই সঙ্গে যুদ্ধের প্রেসিডেন্ট ও শান্তির প্রেসিডেন্ট হতে পারেন না।
বিজ্ঞাপন
তিনি স্পষ্ট করে জানান, ইরান সম্মান ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে আলোচনায় আগ্রহী, কিন্তু কোনো হুমকি বা চাপ মেনে নেবে না।