Logo

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত ইতালি: মেলোনি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৪ অক্টোবর, ২০২৫, ১৫:৩০
5Shares
ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত ইতালি: মেলোনি
ছবি: সংগৃহীত

স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে যাচ্ছে ইতালি। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, এই বিষয়ে ইতালি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৩ অক্টোবর) মিসরের পর্যটন নগরী শারম আল শেখে অনুষ্ঠিত ‘গাজা শান্তি সম্মেলন’-এ অংশ নিয়ে মেলোনি বলেন, “আমরা গাজায় যুদ্ধবিরতির প্রত্যাশায় ছিলাম। প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাই— সময়োপযোগী একটি শান্তি পরিকল্পনা উপস্থাপন করার জন্য। এখন দেখা যাক, পরিকল্পনাটি কতটা বাস্তবায়িত হয়। বাস্তবায়ন হলে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ইতালির আর কোনো বাধা থাকবে না।”

তিনি আরও বলেন, “ইতালি তার দায়িত্ব পালনে প্রস্তুত। আজকের দিনটি ঐতিহাসিক। এই গুরুত্বপূর্ণ সম্মেলনে ইতালির উপস্থিতি আমার জন্য গর্বের।”

বিজ্ঞাপন

দীর্ঘ দুই বছর ধরে চলা সংঘাতের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় সম্মতি জানিয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। চুক্তির অংশ হিসেবে হামাস ইতোমধ্যে আটক ২০ ইসরায়েলিকে মুক্তি দিয়েছে, আর ইসরায়েল ছেড়ে দিয়েছে ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি বন্দিকে। পাশাপাশি গাজা থেকে ধীরে ধীরে সেনা প্রত্যাহারও শুরু করেছে তেল আবিব।

গাজায় যুদ্ধবিরতির সফল উদ্যোগের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে মেলোনি বলেন, “এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের একটি বড় অর্জন। আমরা চাই, রাশিয়া-ইউক্রেন সংঘাতের মধ্যস্থতাতেও তিনি সফল হোন।”

বিজ্ঞাপন

সূত্র: আনাদোলু এজেন্সি

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD