Logo

অ্যামাজনে চাকরি হারাচ্ছে আরও ৩০ হাজার কর্মী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ অক্টোবর, ২০২৫, ১২:৫৯
15Shares
অ্যামাজনে চাকরি হারাচ্ছে আরও ৩০ হাজার কর্মী
ছবি: সংগৃহীত

বিশ্ববিখ্যাত ই–কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন আবারও বড় আকারে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়েছে। খরচ নিয়ন্ত্রণ ও অতিরিক্ত নিয়োগের চাপ সামাল দিতে এবার প্রতিষ্ঠানটি প্রায় ৩০ হাজার করপোরেট কর্মী কমানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

বিজ্ঞাপন

এ পরিকল্পনা বাস্তবায়িত হলে, ২০২২ সালের পর এটিই হবে অ্যামাজনের সবচেয়ে বড় ছাঁটাই অভিযান। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকেই এই পদক্ষেপ কার্যকর করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

বিষয়টির সঙ্গে ঘনিষ্ঠ কয়েকটি সূত্র ব্লুমবার্গ-কে জানায়, নতুন এই উদ্যোগের মাধ্যমে অ্যামাজন মূলত খরচ কমানো ও মহামারির সময় অতিরিক্ত নিয়োগের প্রভাব মোকাবিলার চেষ্টা করছে।

বিজ্ঞাপন

বর্তমানে কোম্পানিটির মোট কর্মী সংখ্যা প্রায় ১৫ লাখ ৫০ হাজার। তবে এর মধ্যে করপোরেট পর্যায়ের কর্মী প্রায় ৩ লাখ ৫০ হাজার, যার ১০ শতাংশের মতো এবার চাকরি হারাতে পারেন।

এর আগে, ২০২২ সালের শেষ দিকে প্রায় ২৭ হাজার কর্মীকে বিদায় জানিয়েছিল অ্যামাজন। সেই তুলনায় এবারের ছাঁটাই আরও বড় পরিসরের হতে যাচ্ছে।

রয়টার্সের তথ্যমতে, এবার যেসব বিভাগে কর্মী কমানো হতে পারে তার মধ্যে রয়েছে— মানবসম্পদ (HR), অপারেশনস, ডিভাইস ও সার্ভিস ইউনিট এবং অ্যামাজন ওয়েব সার্ভিসেস (AWS)।

বিজ্ঞাপন

সূত্রগুলো আরও জানায়, সোমবার থেকেই সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে মঙ্গলবার সকালে ইমেইলের মাধ্যমে ছাঁটাইয়ের নোটিশ পাঠানোর পর তারা যথাযথভাবে পরিস্থিতি সামাল দিতে পারেন।

অ্যামাজনের মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD