Logo

কেনিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যুর শঙ্কা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ অক্টোবর, ২০২৫, ১৬:২৯
19Shares
কেনিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যুর শঙ্কা
ছবি: সংগৃহীত

কেনিয়ার উপকূলীয় এলাকা থেকে উড্ডয়ন করা একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে থাকা ১২ আরোহীর সবাই বিদেশি পর্যটক ছিলেন এবং তাদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বিমানটি দিয়ানি থেকে মাশাই মারা ন্যাশনাল পার্কের কিচওয়া টেম্বো বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিল। উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিমানটি একটি পাহাড়ি বনভূমি এলাকায় বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীরা বিমানটির ধ্বংসাবশেষ এবং অশনাক্তযোগ্য দেহাবশেষ দেখতে পান।

কেনিয়া সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দুর্ঘটনার কারণ তদন্তের জন্য ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। বিমান সংস্থা মোম্বাসা এয়ার সাফারি তাদের সঙ্গে সহযোগিতা করছে।

বিজ্ঞাপন

এর আগে, আগস্টে নাইরোবির কাছে একটি ছোট বিমান বিধ্বস্ত হলে ছয়জন নিহত হয়েছিলেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD