Logo

জাপান চাইলে সবসময় পাশে থাকব বললেন ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ অক্টোবর, ২০২৫, ১৩:১৭
19Shares
জাপান চাইলে সবসময় পাশে থাকব বললেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

জাপান সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির প্রতি গভীর বন্ধুত্ব ও সহযোগিতার বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টোকিওতে বৈঠকের আগে করমর্দনের সময় তিনি বলেন, “এটা খুবই দৃঢ় করমর্দন।”

বিজ্ঞাপন

বৈঠকে ট্রাম্প আরও বলেন, “জাপান আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের একটি। আপনি যখনই কোনো প্রশ্ন, সংশয় বা প্রয়োজন অনুভব করবেন— আমাদের জানাতে পারেন। যতটা সম্ভব, আমরা সবসময় জাপানের পাশে থাকব।”

এই উষ্ণ বার্তার জবাবে প্রধানমন্ত্রী তাকাইচি ট্রাম্পের প্রশংসা করে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে ট্রাম্পের “অগ্রসর কূটনৈতিক মনোভাব” সম্পর্কে প্রায়ই প্রশংসা করতেন।

বিজ্ঞাপন

বৈঠক শেষে দুই দেশের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ চুক্তি সই হয়। একটি চুক্তি হয় বিরল খনিজ উপাদান ও ধাতু ক্রয় সংক্রান্ত, অপরটি যুক্তরাষ্ট্রের ফোর্ড এফ-১৫০ ট্রাক কেনা নিয়ে।

চুক্তি স্বাক্ষরের পর ট্রাম্প বলেন, “আমাদের দুই দেশের বন্ধুত্ব এখন এক নতুন যুগে প্রবেশ করেছে।”

বিজ্ঞাপন

এর আগে গত মাসে ট্রাম্প অস্ট্রেলিয়ার সঙ্গেও বিরল খনিজ সম্পদ সংক্রান্ত চুক্তি করেছেন। বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগের মাধ্যমে ট্রাম্প চীনের খনিজ বাজারে একচেটিয়া প্রভাব ভাঙতে চান।

সূত্র: আরটি, এএফপি

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD