আরও ৫৪ ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অভিযোগে আরও ৫৪ ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
সোমবার (২৭ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ফেরত পাঠানোদের অধিকাংশই হরিয়ানা রাজ্যের বাসিন্দা। তাদের মধ্যে ১৬ জন করনাল, ১৫ জন কাইথাল ও ৫ জন আম্বালার অধিবাসী। সবাই ‘ডংকি রুট’ নামে পরিচিত অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন এবং পরবর্তীতে অবৈধভাবে সেখানেই বসবাস করছিলেন।
বিজ্ঞাপন
রবিবার (২৬ অক্টোবর) তারা দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। করনাল জেলার পুলিশ জানায়, ফেরত আসা ব্যক্তিদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। তবে কোনো মানবপাচারকারী বা দালালের বিরুদ্ধে এখনো অভিযোগ পাওয়া যায়নি।
করনাল জেলার ডিএসপি সন্দীপ কুমার বলেন, “অবৈধ পথে বিদেশে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অনেকেই সুযোগের আশায় এই পথে পা বাড়াচ্ছে, কিন্তু শেষমেশ তাদের ফেরত আসতে হচ্ছে।”
বিজ্ঞাপন
তিনি আরও জানান, “তদন্ত চলছে—যাদের বিরুদ্ধে অপরাধমূলক রেকর্ড পাওয়া যাবে, তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে দেশটির প্রশাসন। ডোনাল্ড ট্রাম্প আমলে শুরু হওয়া এই কঠোর নীতির ধারাবাহিকতায় সাম্প্রতিক বছরগুলোতে শত শত ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে।








