ফুটপাতে খাবার বিক্রি করছেন যুক্তরাষ্ট্রের সরকারি কর্মচারী

বাজেট পাস না হওয়ায় যুক্তরাষ্ট্রের সরকারে চলছে শাটডাউন। বাজেট বরাদ্দ না থাকায় অনেক সরকারি কর্মচারীকে বাধ্যতামূলক ছুটিতে যেতে হয়েছে। তাদের একজন হলেন ৩১ বছর বয়সী আইজ্যাক স্টেইন। তিনি ইন্টার্নাল রেভিনিও সার্ভিসে অ্যাটর্নি হিসেবে চাকরি করেন।
বিজ্ঞাপন
এখন বাধ্যতামূলক ছুটিতে যাওয়ায় ফুটপাতে দোকান দিয়েছেন এই সরকারি কর্মচারী। সেখানে তিনি হটডগ, পেপসিসহ অন্যান্য জিনিসপত্র বিক্রি করেন।
বার্তাসংস্থা রয়টার্সকে শনিবার (২৫ অক্টোবর) আইজ্যাক স্টেইন তার দোকান সম্পর্কে বলেছেন। তিনি অবশ্য জানিয়েছেন, তার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল এমন একটি দোকান দেবেন। যদিও সেটি সপ্তাহে একদিন করার ইচ্ছা ছিল। কিন্তু এখন সময় থাকায় সপ্তাহে সাতদিনই এ কাজ করছেন।
বিজ্ঞাপন
আইজ্যাক সবার নজর কেড়েছেন কারণ তিনি রাজধানী ওয়াশিংটন ডিসির ফুটপাতে খাবার বিক্রি করলেও পরে থাকেন অফিসিয়াল পোশাক। এমনকি দোকান চালানোর সময় টাই-ও পরেন। যেন মনে হয় তিনি তার অফিসেই আছেন।
তবে কোনো নিয়ম ভেঙে ফুটপাতে দোকান বসাননি আইজ্যাক। যত নিয়ম, অনুমোদন ও প্রয়োজনীয়তা আছে তার সবই পূরণ করেছেন।
আরও পড়ুন: ইউক্রেনের আরও ১০ এলাকা দখলে নিল রাশিয়া
বিজ্ঞাপন
যদিও আইজ্যাক এখন দোকান চালানোকে উপভোগ করছেন, কিন্তু যখন শাটডাউন শেষ হবে তখন আবারও নিজের আগের কাজে ফিরে যাবেন তিনি। আইজ্যাক বলেন, “আমি আমার ওই কাজকে ভালোবাসি।”
শাটডাউন শেষ হলে সপ্তাহের ছুটির দিন দোকানটি চালাবেন বলেও জানিয়েছেন তিনি। সূত্র: রয়টার্স








