ইউক্রেনের আরও ১০ এলাকা দখলে নিল রাশিয়া

গত এক সপ্তাহে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান আরও তীব্র হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার (২৪ অক্টোবর) জানায়, মাত্র ৭ দিনের মধ্যে ডোনেটস্ক, দিনিপ্রোপেত্রোভস্ক, খারকিভ ও জাপোরিজ্জিয়া প্রদেশের ১০টি এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে চলে গেছে।
বিজ্ঞাপন
একই সময়ে রুশ বাহিনী ইউক্রেনীয় সেনাদের ২২টি সমরাস্ত্র ও বিভিন্ন সামরিক সরঞ্জাম ধ্বংস করেছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার লক্ষ্যবস্তুতে বিমান হামলার প্রচেষ্টা হয়েছে, কিন্তু রুশ সেনারা সববার তা প্রতিহত করতে সক্ষম হয়েছে।
মন্ত্রণালয় জানায়, গত সপ্তাহে ইউক্রেন এক এসইউ-২৭ ফাইটার জেট, চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, ১৮টি গাইডেড এভিয়েশন বোমা, ১৫টি হিমার্স রকেট এবং ১,৪৪১টি ড্রোন হারিয়েছে। তবে এই তথ্যের বিষয়ে ইউক্রেনের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
আরও পড়ুন: আত্মহত্যার চেষ্টা করলেই মৃত্যুদণ্ড
উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। এর আগে ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং ন্যাটোতে যোগদানের চেষ্টা কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। চলতি সময়ে রাশিয়া ইতিমধ্যেই ডোনেটস্ক, লুহানস্ক, জাপোরিজ্জিয়া ও খেরসন প্রদেশের বড় অংশ দখল করেছে, যা ইউক্রেনের মোট এলাকা প্রায় ১০ শতাংশ।








