Logo

মেলিসায় বিপর্যস্ত ক্যারিবীয় অঞ্চল, নিহত অন্তত ২৫

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩০ অক্টোবর, ২০২৫, ১১:৩৭
10Shares
মেলিসায় বিপর্যস্ত ক্যারিবীয় অঞ্চল, নিহত অন্তত ২৫
ছবি: সংগৃহীত

প্রবল ঘূর্ণিঝড় মেলিসা ক্যারিবীয় দ্বীপপুঞ্জে তাণ্ডব চালিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে। ঘূর্ণিঝড়ের আঘাতে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে এবং হাজারো মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ঝড়টি ঘণ্টায় প্রায় ২৫০ কিলোমিটার গতিতে আঘাত হানে, যা ক্যাটাগরি–৫ মাত্রার বলে নিশ্চিত করা হয়েছে।

ঝড়ের সবচেয়ে ভয়াবহ আঘাত নেমে আসে জ্যামাইকার ওপর। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস বলেছেন, “পুরো দেশটাই এখন ধ্বংসস্তূপে পরিণত।” তার ভাষায়, ৮০–৯০ শতাংশ বাড়ির ছাদ উড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতাল, পুলিশ স্টেশন, বন্দর ও সরকারি স্থাপনা। এখন পর্যন্ত দেশটিতে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

স্থানীয় প্রশাসনের তথ্যমতে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে দেশের প্রায় তিন–চতুর্থাংশ এলাকায়। অনেক শহর এখনো পানিতে ডুবে আছে। মন্টেগো বে’র মেয়র রিচার্ড ভারনন জানান, “শহরের অর্ধেকটাই পানির নিচে। সবচেয়ে বড় উদ্বেগ—সবাই নিরাপদে আছে কি না।”

অন্যদিকে প্রতিবেশী হাইতিতে প্রবল বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ২০ জনের প্রাণহানি ঘটেছে, যার মধ্যে ১০ জনই শিশু। তিন হাজারের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। স্থানীয় খ্রিস্টান সংগঠন ওয়ার্ল্ড রিলিফ জানিয়েছে, উপকূলীয় বহু ঘরবাড়ি ভেসে গেছে, মানুষ খালি হাতে ধ্বংসস্তূপ সরাচ্ছেন।

এরপর মেলিসা উত্তর দিকে সরে গিয়ে কিউবার দক্ষিণ–পূর্বাঞ্চলে আঘাত হানে। ঘণ্টায় প্রায় ১৮০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়ে বহু বাড়িঘর ও কৃষিজমি ধ্বংস হয়েছে। প্রেসিডেন্ট মিগেল দিয়াস–কানেল জানিয়েছেন, সরকার আগেই ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’র জন্য প্রস্তুতি নেওয়ায় বড় ক্ষতি কিছুটা এড়ানো গেছে।

বিজ্ঞাপন

ঝড়ে বিপর্যস্ত জ্যামাইকার জন্য সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এছাড়া হাইতি ও বাহামাসও আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সাহায্য চেয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, একটি দুর্যোগ প্রতিক্রিয়া দল জ্যামাইকায় ক্ষয়ক্ষতির মূল্যায়ন করবে।

বর্তমানে ঘূর্ণিঝড় মেলিসা দুর্বল হয়ে ক্যাটাগরি–১ ঝড়ে পরিণত হয়েছে এবং বাহামাসের দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, সেখানে জলোচ্ছ্বাস ও প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। শুক্রবার রাতে এটি বারমুডা হয়ে কানাডার সেন্ট জনস উপকূলে পৌঁছে এক্সট্রা–ট্রপিকাল সাইক্লোনে রূপ নিতে পারে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD