Logo

ট্রাম্প আপনাকে একের পর এক দেশে অপমান করছে, সাহস করে জবাব দিন: রাহুল গান্ধী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৯ অক্টোবর, ২০২৫, ২২:৫৬
31Shares
ট্রাম্প আপনাকে একের পর এক দেশে অপমান করছে, সাহস করে জবাব দিন: রাহুল গান্ধী
ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘খুনি’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়া সফরে গিয়ে মোদিকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন তিনি। এছাড়া ট্রাম্প বলেছেন, ভারত-পাকিস্তানের চারদিনের যুদ্ধ তিনিই থামিয়েছেন। যদিও ভারত শুরু থেকে এটি পুরোপুরি প্রত্যাখ্যান করে আসছে।

বিজ্ঞাপন

ট্রাম্পের এমন মন্তব্যে ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট মোদিকে একের পর এক দেশে গিয়ে অপমান করছেন। কিন্তু ভয়ে তিনি চুপ করে আছেন। তবে এখন তার জবাব দেওয়া উচিত।

বুধবার (২৯ অক্টোবর) মাইক্রো ব্লগিং সাইট এক্সে তিনি লিখেছেন, “ট্রাম্প মোদিকে একের পর এক দেশে অপমান করছেন। তিনি বারবার দাবি করছেন বাণিজ্য চুক্তির মাধ্যমে মোদিকে ভয় দেখিয়ে অপারেশন সিঁদুর বন্ধ করেছেন। ট্রাম্প আরও বলেছেন, (ভারতের) সাতটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। মোদিজি ভয় পাবেন না। জবাব দেওয়ার সাহস খুঁজুন।”

বিজ্ঞাপন

দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প মোদি ও ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে বলেছেন, “আমি ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে। আমাদের দুজনের বেশ ভালো সম্পর্ক। একইভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রীও একজন অসাধারণ মানুষ। পাকিস্তানের একজন ফিল্ড মার্শাল আছেন। আপনারা জানেন কেন তিনি ফিল্ড মার্শাল? কারণ তিনি একজন অসাধারণ যোদ্ধা। আমি তাদের সবাইকে বেশ ভালোভাবে জানি।”

“আমি জেনেছি ভারত-পাকিস্তান যুদ্ধে সাতটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। তারা হলো দুটি পারমাণবিক শক্তিধর দেশ। আর তারা ওইদিকে এগোচ্ছিল।”

“আমি প্রধানমন্ত্রী মোদিকে ফোন করে জানাই, আপনার সাথে আমরা বাণিজ্য চুক্তি করতে পারব না। মোদি বলেন, ‘না, না, আমাদের চুক্তি করতে হবে।’ আমি বলি, ‘না আমরা চুক্তি করতে পারব না, কারণ আপনি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ শুরু করছেন। আমরা চুক্তি করতে পারব না।”

বিজ্ঞাপন

“এরপর আমি পাকিস্তানকে ফোন করি। তাদের বলি, ‘আপনাদের সঙ্গে আমরা বাণিজ্য করব না। কারণ আপনারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করছেন।’ তারা আমাকে বলে, ‘না আমাদের যুদ্ধ করতে দিন’। তারা উভয়ই বলেছে, তারা শক্তিশালী লোক।”— বলেন ট্রাম্প।

ওই সময় মোদির আচরণে বেশ অবাক হয়েছিলেন উল্লেখ করে ট্রাম্প বলেছেন, “প্রধানমন্ত্রী মোদি দেখতে সবচেয়ে সুন্দর। তাকে দেখে মনে হবে তাকে আপনি আপনার বাবার মতো ভালোবাসতে চাইবেন। কিন্তু মোদি হলেন একজন খুনি। সে বেশ কঠোর। আমাকে বলে, ‘না আমরা পাকিস্তানের সঙ্গে লড়াই করব।’ আমি তখন বলি, ‘বাহ, এটি কি সেই মোদি যাকে আমি চিনি?”

বিজ্ঞাপন

“এর প্রায় দুইদিন পর তারা আমাকে ফোন করে বলে, আমরা বুঝতে পেরেছি। এরপর তারা যুদ্ধ বন্ধ করে দেয়। বিষয়টি অসাধারণ ছিল না?”— যোগ করেন ট্রাম্প। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD