Logo

রাশিয়ার তেল কেনা বন্ধ করলো ভারতের রাষ্ট্রীয় কোম্পানি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩০ অক্টোবর, ২০২৫, ১৪:০৭
4Shares
রাশিয়ার তেল কেনা বন্ধ করলো ভারতের রাষ্ট্রীয় কোম্পানি
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মস্কোর দুটি বৃহত্তম তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞার পর ভারতের রাষ্ট্রায়ত্ত তেল পরিশোধন সংস্থা এইচপিসিএল-মিত্তাল এনার্জি লিমিটেড (এইচএমইএল) রাশিয়ার অপরিশোধিত তেল ক্রয় স্থগিত করেছে। এ বিষয়ে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কোম্পানিটি এক বিবৃতিতে তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

গত আগস্টে রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিল। এতে ওয়াশিংটন-নয়াদিল্লির সম্পর্ক তলানিতে গিয়েছিল। মার্কিন কর্মকর্তারা অভিযোগ করেছিলেন, রাশিয়ার বিশেষ ছাড়ে তেল কিনে ভারত ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় উসকানি দিচ্ছে।

বিবৃতিতে এইচএমইএল জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের নতুন বিধিনিষেধের পর গত সপ্তাহে তারা রাশিয়ার তেল ক্রয় স্থগিত করেছে। কোম্পানি জানিয়েছে, তাদের কার্যক্রম ভারতের সরকার ও জ্বালানি নিরাপত্তা নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বিজ্ঞাপন

রাশিয়ার তেলের ভারতের বেসরকারি প্রধান ক্রেতা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজও জানিয়েছে, তারা ইউরোপীয় ইউনিয়নের নতুন বিধিনিষেধ ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রভাব মূল্যায়ন করছে।

উল্লেখ্য, ভারতের মোট জ্বালানি চাহিদার ৮৫% বিদেশি সরবরাহকারীর ওপর নির্ভরশীল। ঐতিহ্যগতভাবে মধ্যপ্রাচ্যের তেলের ওপর নির্ভরশীল নয়াদিল্লি ২০২২ সাল থেকে রাশিয়ার কাছ থেকে বিশেষ ছাড়ে বিপুল পরিমাণ তেল কিনতে শুরু করে।

বিজ্ঞাপন

সূত্র: এএফপি

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD