আমিরাতে বাংলাদেশি বিক্রয়কর্মী জিতলেন ৪০ লাখ টাকার সোনা

মাত্র চার দিনের ব্যবধানে আরেক বাংলাদেশি প্রবাসী সংযুক্ত আরব আমিরাতে লটারিতে সোনা জিতলেন। নতুন বিজয়ী মোহাম্মদ হায়দার আলী ২৫০ গ্রাম ২৪ ক্যারেট সোনা পেয়েছেন, যার বর্তমান বাজারমূল্য বাংলাদেশি টাকায় ৪০ লাখেরও বেশি।
বিজ্ঞাপন
গালফ নিউজের খবর অনুযায়ী, ৩১ বছর বয়সী হায়দার আলী সাপ্তাহিক ই-ড্রতে বিজয়ী হয়েছেন। তিনি আমিরাতের আল আইনে থাকেন এবং সেখানে একটি ইলেকট্রিক সামগ্রীর দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন।
গত দুই বছর ধরে তিনি এবং তার চার-পাঁচজন বন্ধু মিলে লটারির টিকিট কিনতেন। অবশেষে দীর্ঘ প্রত্যাশার পর তারা কাঙ্খিত সাফল্য অর্জন করে ২৫০ গ্রাম সোনা জিতেছেন।
লটারির পক্ষ থেকে ফোনে বিজয়ীকে জানানো হলে হায়দার আলী প্রথমে বিশ্বাস করতে পারেননি। তিনি হোস্টকে প্রশ্ন করেন, “আমি কত গ্রাম সোনা জিতেছি?” এবং প্রথমে ভেবেছিলেন কোনো বন্ধু মজা করছে। কিন্তু সত্যি জানার পর তিনি এবং তার বন্ধুরা আনন্দে লাফিয়ে ওঠেন।
বিজ্ঞাপন
হায়দার আলী এখনও ঠিক করেননি, লটারিতে পাওয়া সোনার বার দিয়ে কি করবেন।
এর আগে, গত সপ্তাহে মানসুর আহমেদ নামের আরেক বাংলাদেশি ইলেকট্রিশিয়ানও ২৪ ক্যারেট ২৫০ গ্রাম সোনা জিতেছিলেন। পরপর দুই সপ্তাহে দুই প্রবাসী বাংলাদেশি লটারিতে সোনার বার জিতে লাখপতি হয়েছেন।
সূত্র: গালফ নিউজ








