Logo

বিশ্ববাজারে আবারও বেড়েছে সোনার দাম

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩০ অক্টোবর, ২০২৫, ১৯:১১
44Shares
বিশ্ববাজারে আবারও বেড়েছে সোনার দাম
ছবি: সংগৃহীত

ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সিদ্ধান্তে ডলারের মান দুর্বল হয়ে পড়েছে, যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক স্বর্ণবাজারে। এর ফলে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিশ্ববাজারে সোনার দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বিজ্ঞাপন

বাজার বিশ্লেষকদের তথ্যমতে, এদিন স্পট গোল্ডের দাম বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ০০৪ দশমিক ৭৫ ডলারে পৌঁছেছে, যা ১ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি। তবে ডিসেম্বর সরবরাহের জন্য মার্কিন সোনার ফিউচার সামান্য কমে ৪ হাজার ০১৮ দশমিক ৩০ ডলারে স্থিত হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ফেডের ভবিষ্যৎ মুদ্রানীতি ও যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য চুক্তি নিয়ে বিনিয়োগকারীরা এখনও সতর্ক। যদিও সাময়িকভাবে সোনার দাম বেড়েছে, তবুও ডিসেম্বর মাসে নতুন করে সুদের হার কমানোর সম্ভাবনা কমে আসায় দীর্ঘমেয়াদে বাজারে অস্থিরতা থাকতে পারে।

বিজ্ঞাপন

এফএক্সটিএমের সিনিয়র গবেষণা বিশ্লেষক লুকমান ওতুনুগা জানান, ফেডের দ্বিতীয় দফায় সুদের হার কমানোর পাশাপাশি ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠকের পর বিনিয়োগকারীরা আরও স্বর্ণ কিনতে আগ্রহ দেখাচ্ছেন। ফলে দাম বাড়ার ধারা অব্যাহত রয়েছে।

এর আগে, বুধবার মার্কিন ফেডারেল রিজার্ভ ২৫ বেসিস পয়েন্ট সুদের হার কমিয়ে বেঞ্চমার্ক হার ৩.৭৫ থেকে ৪.০০ শতাংশে নামায়।

ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল জানান, কর্মকর্তারা এখনো ভবিষ্যৎ মুদ্রানীতির দিকনির্দেশনা নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেননি।

বিজ্ঞাপন

অন্যদিকে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি নতুন বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে। এতে যুক্তরাষ্ট্র কিছু শুল্ক কমাবে এবং চীন পুনরায় মার্কিন সয়াবিন কেনা ও বিরল ধাতু রপ্তানি শুরু করবে।

দক্ষিণ কোরিয়ার বুসান শহরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, এই চুক্তি দুই দেশের জন্যই বড় অগ্রগতি। এটি বৈশ্বিক বাণিজ্য ভারসাম্যে ইতিবাচক প্রভাব ফেলবে।

বিজ্ঞাপন

এমন প্রেক্ষাপটে বিশ্লেষকরা মনে করছেন, ডলারের দুর্বলতা ও বাণিজ্য অনিশ্চয়তা মিলিয়ে স্বর্ণের দাম স্বল্পমেয়াদে আরও কিছুটা বাড়তে পারে।

সূত্র: রয়টার্স

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD