Logo

মহাকাশ থেকেও দেখা যাচ্ছে দারফুরের রক্তাক্ত দৃশ্য

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ নভেম্বর, ২০২৫, ১৪:১৩
14Shares
মহাকাশ থেকেও দেখা যাচ্ছে দারফুরের রক্তাক্ত দৃশ্য
ছবি: সংগৃহীত

উত্তর আফ্রিকার সুদানের দারফুর অঞ্চলে র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) বিদ্রোহীদের হাতে শহর দখলের পর ঘরে ঘরে গণহত্যার ছবি মহাকাশ থেকেও ধরা পড়েছে। স্যাটেলাইট চিত্র এবং যাচাইকৃত ভিডিওতে দেখা গেছে, শহরের বিভিন্ন স্থানে দেহসদৃশ বস্তু ছড়ানো ও রক্তের দাগ স্পষ্ট।

বিজ্ঞাপন

মানবাধিকার বিশ্লেষকরা বলছেন: আরএসএফ শহর দখলের ৭২ ঘণ্টার মধ্যে ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছে। দারাজা উলা এবং শহরের উপকণ্ঠসহ সরকারি সেনা ঘাঁটিগুলোতে দেহের স্তূপ ও রক্তের চিহ্ন শনাক্ত হয়েছে। নারীদের সাক্ষ্য অনুযায়ী, পুরুষদের আলাদা করে হত্যা করা হয়েছে।

প্রমাণ ও পর্যবেক্ষণ: স্যাটেলাইটে হাসপাতাল, আবাসিক এলাকা ও রাস্তার পাশে দেহের স্তূপ দেখা গেছে। সেনা ঘাঁটিতে বিস্ফোরণ ও পোড়ার দাগ স্পষ্ট; সুদানি সেনারা সম্ভবত আরএসএফ-এর সঙ্গে চুক্তি করে রাতে চলে গিয়েছিলেন। এল ফাশে এখন পুরো শহর আরএসএফ-এর নিয়ন্ত্রণে, পালাতে কেউ পারছে না।

বিজ্ঞাপন

এটি দারফুর গণহত্যার শেষ অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে, যা ২০ বছর আগে শুরু হয়েছিল। আগের তুলনায় এই অভিযান অনেক বেশি সংগঠিত ও পরিকল্পিত।

আবারও দেখা যাচ্ছে, ঘরে ঘরে নিরীহ মানুষকে হত্যার মাধ্যমে আরএসএফ শহর দখল করছে। নারীরা ও শিশুরা লুকিয়ে থাকলেও তারা পরবর্তী লক্ষ্য হতে পারে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD