Logo

যুক্তরাষ্ট্রে ৮০ হাজার ভিসা বাতিল, জানা গেল প্রধান কারণ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ নভেম্বর, ২০২৫, ১৮:১৫
29Shares
যুক্তরাষ্ট্রে ৮০ হাজার ভিসা বাতিল, জানা গেল প্রধান কারণ
ছবি: সংগৃহীত

চলতি বছরের ২০ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় ৮০ হাজার ভিসা বাতিল করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পরই এসব ভিসা বাতিল করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, অপরাধমূলক কর্মকাণ্ড যেমন—মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, হামলা ও চুরির অভিযোগে অধিকাংশ ভিসা বাতিল করা হয়েছে।

ওয়াশিংটন এক্সামিনারের প্রতিবেদন বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে এক কঠোর অবস্থানকে প্রতিফলিত করে। দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রশাসন বৈধ ভিসাধারীসহ বিপুলসংখ্যক অভিবাসীকে বহিষ্কার করেছে, যা অভিবাসন ইতিহাসে নজিরবিহীন।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র মন্ত্রণায়ের ওই কর্মকর্তা জানিয়েছেন, প্রায় ১৬ হাজার ভিসা বাতিল করা হয়েছে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য, ১২ হাজার ভিসা হামলার কারণে এবং আট হাজার ভিসা চুরির অভিযোগে। এ তিনটি অপরাধই এ বছরের মোট ভিসা বাতিলের প্রায় অর্ধেকের জন্য দায়ী।

গত আগস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, আইন ভঙ্গ, মেয়াদোত্তীর্ণ থাকা ও অন্যান্য প্রশাসনিক কারণে ছয় হাজারের বেশি শিক্ষার্থী ভিসা বাতিল করা হয়েছে। তাদের মধ্যে অল্পসংখ্যক শিক্ষার্থীর বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদে সমর্থন’-এর অভিযোগও আনা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, গত মাসে একটি ঘটনায় রক্ষণশীল কর্মী চার্লি কার্কের হত্যাকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করার কারণে অন্তত ছয়জনের ভিসা বাতিল করা হয়।

বিজ্ঞাপন

এছাড়া, মে মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, শত শত এমনকি হাজার হাজার মানুষের ভিসা বাতিল করা হয়েছে, যাদের কার্যক্রম বা বক্তব্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির পরিপন্থী হিসেবে বিবেচিত হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনায় বিদেশে কর্মরত মার্কিন কূটনীতিকদের যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাব বা রাজনৈতিক সক্রিয়তার ইতিহাস থাকা আবেদনকারীদের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা আরও জানিয়েছেন, যারা ফিলিস্তিনপন্থি বক্তব্য দিচ্ছেন বা গাজার যুদ্ধে ইসরায়েলের সমালোচনা করছেন, তাদের মধ্যে ছাত্র ভিসাধারী ও গ্রিন কার্ডধারীরাও রয়েছেন—এদের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির জন্য হুমকি এবং ‘প্রো-হামাস’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ অভিবাসন নীতিকে আরও কঠোর করার এক সুস্পষ্ট ইঙ্গিত। বিশেষত মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও আফ্রিকা থেকে আগত আবেদনকারীদের ক্ষেত্রে এই প্রভাব বেশি পড়বে বলে ধারণা করা হচ্ছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD