ভারতে ‘অহিন্দু’ বলে কিছু নেই: আরএসএস প্রধান মোহন ভগবত

ভারতে কোনও নাগরিককে ‘অহিন্দু’ বলে আলাদা করা যায় না—এমন মন্তব্য করে ফের বিতর্কের জন্ম দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভগবত। তার দাবি, দেশের সব মানুষের শিকড় একই এবং ভারতীয় সংস্কৃতির কেন্দ্রেই রয়েছে হিন্দুত্ব।
বিজ্ঞাপন
শনিবার (৯ নভেম্বর) ‘সংঘের শতবর্ষের যাত্রা: নতুন দিগন্ত’ শীর্ষক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, “ভারতের দায়িত্ব হিন্দুদেরই।” ভগবতের মতে, হিন্দুত্বই ভারতের প্রকৃত পরিচয়, আর সেই পরিচয় রক্ষা করা প্রতিটি হিন্দুর কর্তব্য।
তিনি বলেন, “ভারত হাজার বছরের পুরোনো একটি জাতি। শুধু ব্রিটিশ শাসন বা আধুনিকতার কারণে আমাদের পরিচয় পাল্টায় না। পৃথিবীর প্রতিটি জাতির মতো এখানেও একটি মূল সংস্কৃতি আছে—সেটাই হিন্দুত্ব। মুসলিম ও খ্রিস্টানরাও একই পূর্বপুরুষের সন্ততি; হয়তো তারা তা ভুলে গেছে, কিংবা ভুলিয়ে দেওয়া হয়েছে।”
বিজ্ঞাপন
আরএসএস প্রধান আরও দাবি করেন, সংঘ রাজনৈতিক ক্ষমতার জন্য সংগঠন গড়ে তোলে না; বরং ‘ভারত মাতার গৌরব রক্ষা’ই তাদের লক্ষ্য।
ভগবত বলেন, “হিন্দু সমাজ যদি সংগঠিত হয়, তবে ভারত শক্তিশালী হবে। আর হিন্দু রাষ্ট্রের ধারণা ভারতের সংবিধানের বিরুদ্ধে নয়—বরং সংবিধানের চেতনাকেই ধারন করে।”
বিজ্ঞাপন
তার এই বক্তব্যকে কেন্দ্র করে ইতোমধ্যে ভারতের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে।








