Logo

সৌদিতে মসজিদে হামলার পরিকল্পনার দায়ে দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ নভেম্বর, ২০২৫, ১৭:১৪
15Shares
সৌদিতে মসজিদে হামলার পরিকল্পনার দায়ে দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর
ছবি: সংগৃহীত

সৌদি আরবে মসজিদে হামলার পরিকল্পনা ও সন্ত্রাসী সংগঠনে সম্পৃক্ত থাকার অভিযোগে দুই সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৯ নভেম্বর) সৌদি সরকারি বার্তা সংস্থা এসপিএ এক প্রতিবেদনে জানায়, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে দণ্ড কার্যকর করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলার পরিকল্পনাসহ রাষ্ট্রীয় স্থাপনায় আঘাত হানার ষড়যন্ত্রে জড়িত ছিল। তবে হামলার নির্দিষ্ট সময় বা স্থান সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিজ্ঞাপন

সৌদি আইনে কোনো ধরনের সশস্ত্র সংগঠন গঠন, তাতে যোগদান কিংবা সরকারের বিরুদ্ধে আন্দোলন কঠোরভাবে নিষিদ্ধ। এসব অপরাধে জড়িত প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।

উল্লেখ্য, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের হার তুলনামূলকভাবে বেশি।

বিজ্ঞাপন

সূত্র: রয়টার্স

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD