‘আমি নিঃশ্বাস নিতে চাই’, বিষাক্ত বাতাসে হাঁসফাঁস দিল্লিবাসী

ভারতের রাজধানী নয়াদিল্লির আকাশ ঢেকে গেছে ঘন ধোঁয়ায়। দূষণের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে, অনেকেই শ্বাস নিতে কষ্ট পাচ্ছেন। পরিস্থিতি সহ্যের সীমা ছাড়িয়ে যাওয়ায় বায়ুদূষণের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ।
বিজ্ঞাপন
রবিবার (৯ নভেম্বর) রাতে ইন্ডিয়া গেটের সামনেই অনুষ্ঠিত হয় এক প্রতীকী বিক্ষোভ। অংশগ্রহণকারীরা হাতে ধরে ছিলেন নানা শ্লোগান— “আমি নিঃশ্বাস নিতে চাই”, “আমরা বাঁচতে চাই”— এমন সব প্ল্যাকার্ড। তাদের দাবি, সরকারকে এখনই দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
প্রায় তিন কোটি মানুষের শহর দিল্লি নিয়মিতভাবেই বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীর তালিকার শীর্ষে থাকে। শীত এলেই সেখানে কারখানার ধোঁয়া, যানবাহনের নির্গমন, ও কৃষিজমিতে ফসল পোড়ানোর ধোঁয়া মিলেমিশে এক ভয়াবহ অবস্থার সৃষ্টি করে।
বিজ্ঞাপন
এক বিক্ষোভকারী মা নামরতা যাদব বলেন, “আমি চাই না আমার সন্তান একদিন দূষণের কারণে জলবায়ু উদ্বাস্তু হোক।”
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের চেয়ে দিল্লির বাতাসে ক্ষুদ্র কণার (PM 2.5) মাত্রা বর্তমানে ১৩ গুণ বেশি। এসব কণা রক্তে প্রবেশ করে ক্যানসারসহ মারাত্মক রোগের ঝুঁকি বাড়ায়।
বিজ্ঞাপন
সরকার মাঝে মাঝে গাড়ি চলাচলে সীমাবদ্ধতা বা রাস্তায় পানি ছিটিয়ে ধুলো কমানোর উদ্যোগ নিলেও তাতে তেমন সুফল আসেনি।
এক তরুণী বিক্ষোভকারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতি বছর একই গল্প— দূষণ বাড়ে, মানুষ ভোগে, কিন্তু কোনো স্থায়ী সমাধান আসে না।”
গবেষণা বলছে, ২০০৯ থেকে ২০১৯ সালের মধ্যে ভারতে বায়ুদূষণের কারণে প্রায় ৩৮ লাখ মানুষের মৃত্যু হয়েছে। ইউনিসেফের মতে, এই দূষিত বাতাস শিশুদের শ্বাসযন্ত্রের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।








