Logo

জাপানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেলো ১৭০ ভবন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ নভেম্বর, ২০২৫, ১৪:২৩
20Shares
জাপানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেলো ১৭০ ভবন
ছবি: সংগৃহীত

জাপানের দক্ষিনাঞ্চলীয় শহর ওইতার সাগানোসেকি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক রাতে পুড়ে গেছে ১৭০টিরও বেশি ভবন। এই ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আরও একজন এখনও নিখোঁজ। আগুনে এলাকায় বিদ্যুৎ সরবরাহও ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে, ৩০০টিরও বেশি বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

বিজ্ঞাপন

জাপানের অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাতে রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (১৮ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ৪০ মিনিটে এই আগুন লাগে। এরপর মাত্র কয়েক ঘণ্টার মধ্যে আগুন ভয়াবহ রূপ নেয় এবং এলাকার অধিকাংশ কাঠের ও আবাসিক ভবন ধ্বংস হয়ে যায়।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। তদন্ত চলছে, তবে এখন পর্যন্ত ১৭৫ জনকে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়েছে। স্থানীয় ও জাতীয় কর্তৃপক্ষ তৎপরভাবে উদ্ধার ও দমকল কাজ পরিচালনা করছেন।

বিজ্ঞাপন

জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচি সামাজিক মাধ্যমে জানিয়েছেন, ওইতা প্রিফেকচারের গভর্নরের অনুরোধে সেনাবাহিনীর একটি অগ্নিনির্বাপক হেলিকপ্টার উদ্ধার কাজে পাঠানো হয়েছে। আঞ্চলিক সরকারও সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে সহায়তা নিশ্চিত করার ব্যবস্থা করেছে।

স্থানীয় বিদ্যুৎ সংস্থার প্রতিবেদনে জানা গেছে, অগ্নিকাণ্ডের কারণে সাগানোসেকি এলাকার ৩০০টিরও বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনী রাতভর কাজ করেছে এবং স্থানীয়দের নিরাপদ স্থানে সরানো হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনাটি জাপানের দক্ষিণাঞ্চলে সবচেয়ে বড় আকারের অগ্নিকাণ্ডের মধ্যে একটি হিসেবে ধরা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও জাতীয় কর্মকর্তারা এই ভয়াবহ দূর্ঘটনার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও পুনর্বাসন কার্যক্রম শুরু করেছেন।

সূত্র: রয়টার্স

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD