Logo

ভারতীয়দের জন্য বন্ধ হচ্ছে ইরানে ভিসামুক্ত প্রবেশ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৫, ১৭:০৩
16Shares
ভারতীয়দের জন্য বন্ধ হচ্ছে ইরানে ভিসামুক্ত প্রবেশ
ছবি: সংগৃহীত

ইরানে ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত প্রবেশ সুবিধা আনুষ্ঠানিকভাবে বন্ধ হতে যাচ্ছে।

বিজ্ঞাপন

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে জানায়, এখন থেকে ইরানে প্রবেশ করতে হলে ভারতীয়দের অবশ্যই বৈধ ভিসা থাকতে হবে। আগামী ২২ নভেম্বর থেকে নতুন বিধান কার্যকর হবে।

ইরান জানায়, ভিসামুক্ত সুবিধার অপব্যবহার করে কিছু মানবপাচারকারী চক্র সাধারণ ভারতীয়দের বিভিন্ন দেশের লোভ দেখিয়ে ইরানে নিয়ে আসছে। এরপর তাদের অপহরণ করে অর্থ আদায়ের ঘটনা বাড়ছে। সাম্প্রতিক সময়ে এমন একাধিক অভিযোগ দেশটির দপ্তরে জমা পড়ে।

বিজ্ঞাপন

তদন্তে দেখা যায়, বেশিরভাগ অপরাধী ভিসামুক্ত প্রবেশ ব্যবস্থাকে কেন্দ্র করেই এসব অপরাধ সংঘটিত করছে।

বিবৃতিতে বলা হয়, ভারতীয় নাগরিকদের নিরাপত্তা বিবেচনায় এবং অপরাধী নেটওয়ার্কের অপতৎপরতা ঠেকাতে ভিসামুক্ত প্রবেশ সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে প্রতিটি ভারতীয় নাগরিককে ইরানে প্রবেশের আগে ভিসা সংগ্রহ করতে হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, পর্যটন খাতকে শক্তিশালী করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার অংশ হিসেবে এশিয়ার বেশ কয়েকটি দেশের জন্য ভিসামুক্ত প্রবেশাধিকার খুলে দেয় ইরান। ভারতের নাম সেই তালিকায় ছিল।

সূত্র : ফার্স্টপোস্ট

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD