Logo

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় যেভাবে দেখছে কলকাতা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৫, ১৬:১৭
28Shares
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় যেভাবে দেখছে কলকাতা
ছবি: সংগৃহীত

বাংলাদেশে জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ড—এই রায় ঘিরে প্রতিবেশী ভারতের কলকাতা এখন দ্বিধাবিভক্ত। মানবাধিকারকর্মীদের একটি অংশ রায়কে সমর্থন জানালেও মৃত্যুদণ্ডের বিরোধিতা করছে তারা; আবার রাজনৈতিক অঙ্গনে রায়টি নিয়ে দেখা যাচ্ছে তীব্র মতবিভেদ।

বিজ্ঞাপন

কলকাতার মানবাধিকার সংগঠন এপিডিআর এবং সমাজের একাংশ মনে করছে, মানবতাবিরোধী অপরাধে কঠোর শাস্তি হওয়া প্রয়োজন ছিল। তবে তারা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

এপিডিআরের রাজ্য সম্পাদক রঞ্জিত সুর বলেন, আমরা মৃত্যুদণ্ডের বিরোধী। কিন্তু হাসিনার দীর্ঘ শাসনামলে লুটপাট, খুন, দমন-পীড়ন এবং জুলাই বিপ্লবের হত্যাকাণ্ডের অভিযোগের বিচারে কঠিন শাস্তি নিশ্চিত হওয়া উচিত ছিল। রায় নির্বাচন-পরবর্তী সময়ে হলে গ্রহণযোগ্যতা আরও বাড়ত।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, কিছুটা তড়িঘড়ি বিচার সম্পন্ন হয়েছে বলেই আন্তর্জাতিক অঙ্গনে রায় কতটা গ্রহণযোগ্যতা পাবে, তা নিয়ে শঙ্কা রয়েছে। একইসঙ্গে তিনি ভারত সরকারের কাছে দাবি করেন, শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয়ে আছেন কি না—এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া উচিত।

কলকাতার আইনজীবী এ জামান বলেন, একজন প্রধানমন্ত্রীর দায়িত্ব জনগণকে রক্ষা করা। কিন্তু বাংলাদেশে যে গণহত্যা হয়েছে, সেক্ষেত্রে শেখ হাসিনার নীরবতা ও পদক্ষেপহীনতা তাকে দায়মুক্ত করতে পারে না। আইন সবার জন্য সমান—প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী কেউই আইনের ঊর্ধ্বে নন।

তিনি আরও মন্তব্য করেন, হাসিনা সমাধান নয়, নিজের ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করেছেন। তাই আদালতের রায় পুরোপুরি যুক্তিযুক্ত।

বিজ্ঞাপন

ভারতের শাসক দল বিজেপির নেতারা রায়কে ‘ষড়যন্ত্র’ ও ‘প্রতিহিংসার রায়’ হিসেবে উল্লেখ করেছেন। বাংলাদেশি প্রবাসী আওয়ামীপন্থী একাংশও একই অভিযোগ তুলছেন।

অন্যদিকে তৃণমূল কংগ্রেস বিষয়টি নিয়ে নীরব অবস্থান নিয়েছে। দলটির পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

বিজ্ঞাপন

ভারতে ঘুরতে আসা অনেক বাংলাদেশি পর্যটক শেখ হাসিনার রায়কে স্বাগত জানালেও পশ্চিমবঙ্গে অবস্থানরত আওয়ামী লীগের সমর্থকরা কঠোর সমালোচনা করেছেন।

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কলকাতার রাজনীতি, মানবাধিকার অঙ্গন এবং সাধারণ মানুষের মধ্যে নানা প্রতিক্রিয়া তৈরি করেছে। মানবাধিকারকর্মীরা কঠোর শাস্তিকে সমর্থন করলেও মৃত্যুদণ্ড নিয়ে আপত্তি তুলছেন। রাজনৈতিক শিবিরগুলো রায়কে ভিন্ন ভিন্ন দৃষ্টিতে দেখছে—কেউ ন্যায়বিচার, কেউ প্রতিহিংসা, আবার কেউ এড়িয়ে যাচ্ছে বিষয়টি।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD