নৌকাসহ ৭৯ বাংলাদেশি জেলেকে আটক করেছে ভারত

ভারতের কোস্টগার্ড পশ্চিমবঙ্গের বিশেষ অর্থনৈতিক জোনে মাছ ধরার সময় তিনটি বাংলাদেশি নৌকা ও ৭৯ জেলেকে আটক করেছে। অভিযোগ, তারা ভারতীয় জলসীমার ভেতরে অবৈধভাবে মাছ ধরছিলেন।
বিজ্ঞাপন
নৌকাগুলো থেকে তাজা মাছ এবং মাছ ধরার সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। আটক জেলেদের ফ্রাজেরগঞ্জে নিয়ে গিয়ে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।
বাংলাদেশি জেলেদের সমুদ্র সীমায় ভারতের কোস্টগার্ড প্রায়ই আটক করে। এর আগেও ২৩ অক্টোবর মোংলা সমুদ্র বন্দরের কাছে ভারতীয় ৯ জেলেকে বাংলাদেশ নৌবাহিনী আটক করেছিল।
বিজ্ঞাপন
মোংলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকায় টহলরত নৌবাহিনী ‘এফবি এনি’ নামে একটি ভারতীয় ফিশিং ট্রলার আটক করে। ট্রলারটিতে ৯ জন ভারতীয় জেলে ছিলেন। তারা সবাই ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ এলাকার বাসিন্দা।
তাদের পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
বিজ্ঞাপন
সূত্র: দ্য হিন্দু








