Logo

আল আকসা মসজিদের খতিবের বিচার শুরু করছে ইসরায়েল

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৫, ১৩:৪০
23Shares
আল আকসা মসজিদের খতিবের বিচার শুরু করছে ইসরায়েল
ছবি: সংগৃহীত

ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদের খতিব শেখ একরিমা সাব্বিরের (৮৬) বিরুদ্ধে “উত্তেজনা ও ধর্মীয় উসকানি” ছড়ানোর অভিযোগে বিচার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে ইসরায়েল। খুব শিগগিরই জেরুজালেমের ম্যাজিস্ট্রেট আদালতে তার বিচার শুরু হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, ২০২৪ সালের আগস্টে জেরুজালেম ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি প্রসিকিউটর টিম তার বিরুদ্ধে উসকানির অভিযোগ নথিভুক্ত করে। আদালত সম্প্রতি সেই অভিযোগ আমলে নিয়েছে এবং বর্তমানে অভিযোগের বিবরণ পর্যালোচনা চলছে। পর্যালোচনা শেষ হলেই বিচার শুরু হবে।

২০২৪ সালের ৩১ জুলাই তেহরানে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে নিহত হন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। তার মৃত্যুর পর প্রথম জুমার খুতবায় হানিয়ার প্রতি সমবেদনা ও মাগফিরাত কামনা করেন শেখ একরিমা সাব্বির।

বিজ্ঞাপন

এই বক্তব্যের কারণেই ইসরায়েল তাকে আল আকসা মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। এছাড়া তার উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ এবং বাড়ি ভেঙে ফেলার নির্দেশও দেওয়া হয়েছে। তবে তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

বিভিন্ন সময়ে খুতবায় ইসরায়েলি রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের সমালোচনা করায় তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

পূর্ব জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ ১৯৬৭ সালের আরব–ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের নিয়ন্ত্রণে যায়। এরপর ১৯৮০ সালে পুরো জেরুজালেম দখল করে ইসরায়েল। তবে আন্তর্জাতিক সম্প্রদায় এখনো জেরুজালেমকে ইসরায়েলের অংশ হিসেবে স্বীকৃতি দেয়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

আল আকসা মসজিদের খতিবের বিচার শুরু করছে ইসরায়েল