Logo

বিদেশি তরুণীকে কুপ্রস্তাব ও অশালীন আচরণ, যুবক গ্রেফতার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৫, ১১:৪৪
25Shares
বিদেশি তরুণীকে কুপ্রস্তাব ও অশালীন আচরণ, যুবক গ্রেফতার
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কায় একা ভ্রমণে আসা নিউজিল্যান্ডের এক নারী পর্যটকের সঙ্গে কুপ্রস্তাব ও অশালীন আচরণের অভিযোগে স্থানীয় এক যুবককে আটক করেছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভুক্তভোগীর ভিডিও প্রকাশ্যে আসার পর দ্রুত ভাইরাল হয়ে ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, শ্রীলঙ্কার বিভিন্ন স্থানে অটোরিকশায় ঘুরে দেখছিলেন ওই নারী পর্যটক। এসময় স্কুটার চালানো এক যুবক তাকে লক্ষ্য করে বারবার অনুসরণ করতে থাকে। প্রথমে স্বাভাবিক ভেবেও পরে আচরণে সন্দেহ তৈরি হলে তিনি তাকে উপেক্ষা করা শুরু করেন।

ভিডিওতে পর্যটক জানান, যুবকটি ইচ্ছাকৃতভাবে গতি কমিয়ে বারবার তার সামনে বাধা হয়ে দাঁড়াচ্ছিল। কিছু সময় পর যুবকটি অন্য রাস্তায় চলে গেলে তিনি স্বস্তি পেলেও অল্প সময়ের মধ্যেই আবার ফিরে আসে। রাস্তার পাশে বিশ্রাম নেওয়ার সময় সে স্কুটার থামিয়ে কথা বলতে আসে। ভুক্তভোগী জানান, প্রথমে বন্ধুত্বপূর্ণ মনে হলেও কথাবার্তা দ্রুতই অস্বস্তিকর হয়ে ওঠে।

বিজ্ঞাপন

একপর্যায়ে ওই যুবক তাকে যৌনসঙ্গমের প্রস্তাব দেয় এবং ক্যামেরার সামনেই অশালীন আচরণ শুরু করে। ঘটনার হঠাৎতায় তিনি দ্রুত সরে যান। ভিডিওতে তিনি বলেন, ‘বিশ্বাসই করতে পারিনি— ‘না’ বলার পরও সে এমন আচরণ করতে পারে। এটা ভীতিকর ছিল।’

নারী হিসেবে একা ভ্রমণের ঝুঁকির কথাও তুলে ধরে তিনি বলেন, ‘আমি চাই না একটি ঘটনা আমার পুরো ভ্রমণকে নষ্ট করে দিক। কিন্তু একা ভ্রমণ করা মেয়েদের জন্য এটা বড়সড় মানসিক ধাক্কা।’

বিজ্ঞাপন

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর শ্রীলঙ্কা পুলিশ ২৩ বছর বয়সী ওই যুবককে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে। পর্যটকের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলেও জানায় দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD