নিজস্ব স্টেলথ যুদ্ধবিমান ‘কান’–এর উন্নয়ন ত্বরান্বিত করছে তুরস্ক

তুরস্ক তাদের পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান ‘কান’ (TF-X)–এর সক্ষমতা আরও বাড়াতে উন্নয়নকাজ জোরদার করেছে। পরিকল্পনা অনুযায়ী এসব কাজ এগোচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলের।
বিজ্ঞাপন
সোমবার (১৮ নভেম্বর) পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, কান–এর জন্য আরও শক্তিশালী ও আধুনিক ইঞ্জিন তৈরি করা হচ্ছে। প্রস্তুতকারী সংস্থা টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (TAI) নতুন ইঞ্জিন নিয়ে গবেষণা ও পরীক্ষার কাজ শুরু করেছে।
২০১৫ সালের ডিসেম্বরে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে একটি আধুনিক যুদ্ধবিমান তৈরির উদ্যোগ নেয় তুরস্ক। পরের বছর রাষ্ট্রীয় মালিকানাধীন TAI–এর সঙ্গে যুদ্ধবিমান উন্নয়ন চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর থেকেই কান বা TF-X প্রকল্পটি তুরস্কের প্রতিরক্ষা খাতে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
বিজ্ঞাপন
পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানে সাধারণত স্টেলথ প্রযুক্তি থাকে, যা বিমানকে রাডারে ধরা পড়া কঠিন করে। গতিবেগও থাকে অত্যন্ত বেশি। তুলনা হিসেবে, মার্কিন লকহেড মার্টিনের তৈরি F-22 র্যাপ্টর ঘণ্টায় প্রায় ২,৭৭০ কিলোমিটার বেগে উড়তে পারে—এ শ্রেণির বিমানের একটি মানদণ্ড ধরা হয় এটিকে।
তুরস্কের দাবি, কান পুরোপুরি দেশেই তৈরি একটি জাতীয় যুদ্ধবিমান। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রথম টেস্ট–ফ্লাইট এবং মে মাসে দ্বিতীয় পরীক্ষামূলক উড্ডয়ন সফলভাবে সম্পন্ন হয়।
বিজ্ঞাপন
সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের মধ্যেই কান পুরোপুরি অপারেশনাল অবস্থায় তুরস্কের বিমানবাহিনীতে যোগ দেবে। দেশটির প্রতিরক্ষা খাত এটিকে ভবিষ্যৎ আকাশ প্রতিরক্ষার মূল শক্তি হিসেবে দেখছে।








