Logo

খামেনির ওপর হামলার চেষ্টা নিয়ে সতর্কতা জারি করল ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ নভেম্বর, ২০২৫, ১৭:৪৮
7Shares
খামেনির ওপর হামলার চেষ্টা নিয়ে সতর্কতা জারি করল ইরান
আয়াতুল্লাহ আলী খামেনি | ফাইল ছবি

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর হামলার পরিকল্পনা নিয়ে সতর্কবার্তা দিয়েছে দেশটির গোয়েন্দা মন্ত্রণালয়। ইরানের শত্রুরা খামেনিকে লক্ষ্য করে বিভিন্ন ধরনের গুপ্তহত্যা ও নাশকতার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী ঈসমাইল খাতিব।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, শত্রুরা সুপ্রিম নেতাকে টার্গেট করতে চায়, কখনও গুপ্তহত্যার মাধ্যমে, কখনও নাশকতার মাধ্যমে।

তবে এ মুহূর্তে কোনও নির্দিষ্ট পরিকল্পনা চলছে কি না তা তিনি স্পষ্ট করেননি। ইরান সম্প্রতি প্রায়ই খামেনির নিরাপত্তা নিয়ে সতর্কতা জারি করছে।

বিজ্ঞাপন

চলতি বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ইরানের মধ্যে ১২ দিনব্যাপী সংক্ষিপ্ত যুদ্ধ হয়। ওই সময় ইসরায়েল ইরানের সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও তেহরানের পারমাণবিক স্থাপনার ওপর আঘাত করার পরিকল্পনা করে।

এ সময় খামেনিকে লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করার কথা শোনা যায়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে বাধা দেন।

ট্রাম্প উল্লেখ করেছিলেন, খামেনি আমাদের জন্য সহজ টার্গেট, কিন্তু তাকে হত্যা করা হবে না।

বিজ্ঞাপন

গোয়েন্দামন্ত্রী আরও বলেন, যারা সুপ্রিম নেতার ক্ষতির জন্য কাজ করে, তারা জেনে বা না জেনে শত্রুর গুপ্তঘাতক হিসেবে কাজ করছে।

ইরানের এই সতর্কবার্তা এমন এক সময় এসেছে যখন খামেনি দেশের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং আন্তর্জাতিক পরিস্থিতি অস্থির। গতকালের ঘটনার পর দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: ইরনা, টাইমস অব ইসরায়েল

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD