ইন্দোনেশিয়ার সুমাত্রায় শক্তিশালী ভূমিকম্প

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা ৫৬ মিনিটে নানগ্রো আচেহ দারুসালাম প্রদেশ থেকে প্রায় ৬৩ কিলোমিটার দূরে এই কম্পন রেকর্ড করা হয়।
বিজ্ঞাপন
ভূমিকম্পটির উৎসস্থল ছিল মাটির মাত্র ১৪ কিলোমিটার গভীরে, যা আশপাশের এলাকায় বেশ স্পষ্টভাবে অনুভূত হয়।
ভূমিকম্প পর্যবেক্ষণ ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানায়, ইএমএসসি ভূমিকম্পটির মাত্রা ৬.২ বলে উল্লেখ করেছে। একই মাত্রা জানিয়েছে জার্মানির ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র জিএফজেডও। যদিও প্রাথমিক তথ্য অনুযায়ী এর মাত্রা ছিল ৬.৩।
প্রাথমিক মূল্যায়নে জানা গেছে, বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম। তবে ঘরের জিনিসপত্র পড়ে যাওয়া বা কাঁচ ভেঙে যাওয়ার মতো সাধারণ ক্ষতি হতে পারে।
বিজ্ঞাপন
এর আগে গত শুক্রবার ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম তীব্র ছিল। হঠাৎ কম্পন শুরু হলে অনেক মানুষ ঘরবাড়ি ও অফিস থেকে আতঙ্কে বেরিয়ে রাস্তায় নামেন। নরসিংদী অঞ্চলে উৎপত্তি হওয়া ওই ভূমিকম্পে অন্তত ১০ জন নিহত এবং কয়েকশ মানুষ আহত হন।
সূত্র: ভলকানো ডিসকভারি








